তাজমহল সম্পর্কে অজানা তথ্য জেনে নিন 2020 ago তাজমহল সম্পর্কে আমাদের অনেক তথ্যই অজানা।
তাজমহল সম্রাট সাহাবুদ্দিন মুহাম্মদ শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধিসৌধ। যার পরে নাম হয় তাজমহল।
সম্রাট জাহাঙ্গিরের তৃতীয় পুত্র খুররমের জন্ম হয়েছিল ১৫৯২ সালে।
পিতামহ আকবর ও পিতা জাহাঙ্গিরের নয়নের মণি হয়ে বড় হয়েছেন।
তাও নিজের মা জগৎ গোঁসাই-এর (বিলকিস মকানি) কাছে নয়, সন্তানহীনা বিদুষী পিতামহী |
পদ্মা কেন নদী ? ব্রহ্মপুত্র কেন নদ ? 2020 ago বাংলা ভাষায় যেসব অহেতুক ও বেহুদা বিতর্ক জিইয়ে রাখা আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে নদী বনাম নদ বিতর্ক। জন্ম থেকেই প্রশ্নটা শুনে এসেছি, ঘাঁটাঘাঁটি করে উত্তর জানার চেষ্টা করেছি, চেষ্টা করে মাঝারি সাইজের হালকা পিংক কালারের ঘোড়ার প্রমাণ সাইজের মেরুন কালারের একটা চৌকা ডিম পেয়েছি।
এক জায়গায় দেখেছি নামের মধ্যে মেয়ে-মেয়ে |
[Share] মহাকাশের অজানা দশ তথ্য, জানেন কি ? 2020 ago ১. মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ। তার কারণ মহাকাশে কোনও বায়ুমণ্ডল নেই। কাজেই শব্দ গমনের কোনও মাধ্যমও নেই।
২. মহাকাশে একটি নক্ষত্র রয়েছে যার উপরিতলের তাপমাত্রা মাত্র ২৭ ডিগ্রি সেলসিয়াস। তারাটির নাম WISE 1828+2650. এটি পৃথিবী থেকে ৪৭ আলোকবর্ষ দূরে অবস্থিত। প্রসঙ্গত উল্লেখ্য, সূর্যের উপরিতলের তাপমাত্রা ৫৭৭৮ ডিগ্রি সেলসিয়াস।
৩. শনির বৃহত্তম উপগ্রহ স্যাটার্নে |
আপনিও কি ফেসবুকে বিখ্যাত বা ফেমাস হতে চান তাহলে আমার এই পোস্ট টি ফলো করুন অল্প সময়েই ফ� 2020 ago আপনি যেহেতু বাস্তব জগতের
সেলিব্রেটি নয়, আপনি অনেক ভাল
লিখলেও ফেইসবুকে দ্রুত
জনপ্রিয়তা অর্জন করতে পারবেন
না, আপনাকে অবশ্যই কিছু কৌশল
অবলম্বন করতে হবে।
আমার দেওয়া কৌশলগুলো একশ
পার্সেন্ট কার্যকরী Br /> >> প্রথমে আপনার আইডির যাবতীয়
ইনফো ফিলাপ করে নিবেন,নিজের
নামে একাউন্ট খুলবেন,
এতে আইডি সিকিউরিটি স্ট্রং হয়।
নাম বার বার চেঞ্জ করবেন না।
ফেইক বা কোন সেলিব্রেটির
নামে বা প্রাণীর নামে |
মাএ ২ মিনিটে বানিয়ে ফেলুন Trickbd.Com এর মত সাইট কোন Codding ছাড়া। 2020 ago আসসালামু আলাইকুম
আাশা কারি সবাই ভালে আছেন।
তো আজকে আমি আপনাদের কে দেখাবো কিভাবে কোন Codding ছাড়া আপনারা Trickbd.Com এর মত
সাইট তৈরি করবেন।
চলুন শুরু করা যাক।
প্রথমে আপনারা Wapzam.Com এই সাইট এ যান যাওয়ার পর Register করুন।।।।
Register করার পর
Panel Mode এ যান
এর পর আবার Panel এ ক্লিক করুন
এরপর Preset =>TrickBD Forum এ
Aplly বাটন |
fasebook Blog Post 2020 ago বাঙালী যতই ব্যস্ত থাকুক না কেনো.🏃 ; রাস্তায় কোনো ঝগড়া দেখলে দাড়াবেই.🤣 |
জীবনের গল্প 2020 ago দশম শ্রেণীতে পড়তাম।আম্মা ১০০০ টা টাকা দিলেন।সাথে একটা
বাজারের লিস্ট।বাজার করতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি
টাকা গায়েব।ছোট পথ বিধায় তন্ন তন্ন করে টাকা খুঁজতে লাগলাম।
মধ্যবিত্ত সংসার। ১০০০ টাকা বলতে আমাদের কাছে পাহাড়সম।
পাবো না জেনেও পাগলের মত টাকা খুঁজতেছি।
ঘর থেকে
ছোটভাই পিটুকে আমার খোঁজে পাঠিয়েছেন আম্মা।ঘরে নাকি
রান্না চড়ানো হয়নি এখনো।আমি প্রচন্ড টেনশানে মুখগোমড়া
করে |
👉গল্প:::: একজন আয়শা 🙄 2020 ago #সময়_থাকলে_পড়ুন_লাভ_ছাড়া_ক্ষতি_হবেনা
আমাদের ক্লাসে একটা মেয়ে ছিলো,মৌলবি টাইপের,মেয়েটার মাঝে আলাদা একটা ব্যক্তিত্ব ছিলো,যেটা আমার খুব বিরক্ত লাগতো।
অনার্স লাইফটা যেখানে আমরা সব ফ্রেন্ডরা এনজয় করে কাটাচ্ছি ওই মেয়েটাকে দেখতাম তখন চুপচাপ বসে থাকতো সামনে একটা বই নিয়ে।ক্লাসে স্যার আসতে দেরি হলে যেখানে হৈ-হুল্লোড় করে আমরা ছেলেমেয়ে সবাই মিলে আড্ডা দিতে ব্যস্ত ছিলাম সেখানে |
SMsudipBD Blog SMS 2020 ago "সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়😭
তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে
আগলে রেখে ছিলে"🙂🌸 |
জীবনের গল্প 2020 ago যে ছেলেটি তোমাকে সত্যিকারের ভালোবাসে,সে
ছেলে কখনোই তোমার ঠোঁটে কিস করার জন্য
উঠেপড়ে লাগবে না........!
"
জীবনের গল্প
"
প্রতিনিয়ত তোমাকে মেন্টালি টচার ও করবে না
সে বরং তোমার কপালে একটি কিস দিলেই
লজ্জাবোধ করবে এবং অবশেষে আলতো করে
চুমু খাবে কপালে...! যেটির ফলে তোমার
শরির শিউরে উঠবে.......
:
:
যে সত্যিকারের ভালোবাসে সে কখনো তোমার কোমর
ধরার জন্য সুযোগ খুঁজবে না
রিক্সায় |
fasebook Blog Post 2020 ago জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন। যদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, |
চমৎকার একটি শিক্ষনীয় গল্প। 2020 ago চমৎকার একটি শিক্ষনীয় গল্প।
এক কলা বিক্রেতা ৫ টাকা পিছ দরে কলা বিক্রি করছিল। প্রচুর বিক্রি হচ্ছিল। মানুষ নিচ্ছে আর
ছিলে ছিলে খাচ্ছে।
এ দেখে বিক্রেতা ভাবল যদি কলা গুলো ছিলে রাখি তাহলে ক্রেতাদের ছিলতে কষ্ট হবেনা এবং ছিলে দেওয়ার কারনে দাম ও বেশি পাব।
তখন সে কিছু কলা ছিলে তার দাম ধার্য করল |
With a mermaid (Vampire island) #1st Episode 2020 ago আজ আমি বাবা র সাথে আটালান্টিক মহাসাগর পারি দিয়ে আমেরিকা যাব।
কিন্তু আমি জানতাম না এই ভ্রমন ই আমার জন্য কাল হয়ে দারাবে।
প্রচন্ড উত্ত্যেজিত ছিলাম। কারন এর আগে বাবা র সাথে কখনো ই জাহাজে চড়ি নি।
আপ নাদের কে ত আমার পরিচয় ই দেওয়া হয় নি।
আমি জ্যাক ।বয়স ১৬ আমার বাবা |
গল্পঃ "আত্মার বিদায়" 2020 ago মাঝরাতে দরজায় খটখট শব্দে রিফাতের ঘুমটা ভেঙে গেলো। কে? এত রাতে দরজায় নক করছেন কে?
-ভাইয়া আমি আপনার ছোট ভাই।
আমার কোনো ছোট ভাই নেই, ঘুমাতে দেন তো, দিনে আসিয়েন।
-ভাইয়া অনেক দূর থেকে এসেছি একটিবার আপনার সাথে দেখা করবো বলে।
-বাড়ি কোথায় আপনার?
-ভাইয়া চাঁদপুর থেকে আসছি।
-নাম কী আপনার।
-ভাইয়া "জুরা"!
-কোন জুরা? চিনতে পারলাম না |
[Love story] ভালোবাসার রঙ by sudip 2020 ago আফিস থেকে বাসায় ফেরার সময় হঠাৎ খেয়াল করি
আমাদের অফিসের একজন স্টাফ খালিদ হাতে একটা
গোলাপ নিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে আছে। আমি
গাড়ির কাঁচটা নিচে নামিয়ে বললাম,
-- আরে খালিদ, এইখানে কি করছো?
খালিদ গোলাপটা পিছন দিকে আড়াল করে বললো,
-বাসায় যাবো স্যার, তাই রিকশার জন্য দাঁড়িয়ে আছি
আমি বললাম,
--তোমার বাসা কোথায়?
খালিদ মাথা চুলকাতে চুলকাতে বললো,
- উত্তরাতে |
Load