#রম্যগল্প "ফ্রি ফেসবুক"
লেখক: SMsudipBD About 2020s ago |
"ফ্রি ফেসবুক"
লিখাঃ সামিয়া সাবা
.
আমি আবার ফ্রি ফেসবুক ইউজার। এই ফ্রি ফেসবুকই আমার থেকে সব কেড়ে নিলো।
বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা বলছি।
.
সেদিন বয়ফ্রেন্ড একটা পিক আপলোড দিয়েছে। আমি বরাবরের মতো লাভ রিয়েক্ট দিয়ে কমেন্ট করলাম, "ওয়াও। অনেক কিউট লাগছে আমার বপ্পেন (বয়ফ্রেন্ড) টারে।"
কমেন্ট করে খুশিমনে বের হয়ে এলাম ফেসবুক থেকে। কিছুক্ষণ বাদে ফেসবুকে লগ ইন করতেই চোখ ছানাবড়া!
বয়ফ্রেন্ড আমার কমেন্টে এংরি রিয়েক্ট দিয়ে রিপ্লাই করেছে, এটা আমি না। এটা আমার বড় ভাই। চোখ কি পুরোই গেছে নাকি?
বিরাট এক টাস্কি খেলাম। সেদিনের পর থেকে আমার বয়ফ্রেন্ড আমার সাথে ঠিকমতো কথা বলে না। তার ধারণা, তার বড় ভাইয়ের সাথে আমার চক্কর চলছে। ফলশ্রুতিতে কিছুদিনের মাঝেই ব্রেকাপ।।
.
.
আরেকদিনের ঘটনা। আমাদের অফিসের বস পিক আপলোড দিয়েছে। ক্যাপশনে লেখা, "Me and my brother."
ভাবলাম উনার নিজের ভাই হবে হয়তো। তা ভেবেই কমেন্ট করলাম, "ওয়াও। দুজনের কোনো তুলনাই হয় না। দুজনই দেখতে অসম্ভব রকমের কিউট। একটা কথা বলুন তো, আপনারা জমজ ভাই নন তো?"
সাথে সাথে আমার কমেন্টে ৫ টা হাহা রিয়েক্ট। আর একটা এংরি রিয়েক্ট, যেটা ছিলো স্বয়ং বসের। তারপর অনেকক্ষণ রিপ্লাই না পেয়ে ভাবলাম একবার আইডিতে গিয়ে দেখি। আফসোস, উনার আইডি আর খুঁজে পেলাম না। ম্যাসেজ অপশনে উনার সাথে ম্যাসেজিং চেক করতে গিয়ে দেখি লেখা, "You can't reply to this conversion."
বুঝতে আর বাকি রইলো না যে, বস আমায় ব্লক দিয়েছেন।
সেদিন চাকুরীটাও হারিয়ে ফেলি। কিন্তু বুঝলাম না আমার অপরাধটা কি!
অনেকদিন পর আপুর ফোন থেকে বসের আইডি সার্চ করে উনার সেদিনকার পোস্টে ঢুকলাম। পিকটা দেখেই আমি রীতিমতো অবাক! বস একটা কুকুরের পাশে দাঁড়িয়ে পিক তুলেছেন। আবার ক্যাপশনে দিয়েছেন উনি আর উনার ভাই। ঢং দেখে আর বাঁচি না। আপনারাই বলুন, আমার দোষ কোথায় এখানে?
.
.
বেশ কিছুদিন পর এলাকার এক বড় আপু, দুবছর আগে যার বিয়ে হয়ে গিয়েছে তিনি পিক আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, "আমার বাবুটা।"
আমি ভাবলাম, বিয়ে তো অনেকদিন আগেই হয়ে গিয়েছে। বেবী হয়েছে হয়তো। সেই খুশিতেই তার বেবীর পিক আপলোড করেছে।
আমি লাভ রিয়েক্ট দিয়ে কমেন্ট করলাম, "অনেক কিউট আপু আপনার বাবুটা। ইচ্ছে করছে গাল গুলো টেনে পাপ্পি দিয়ে দিই।"
ওমা, পরে দেখি আপুর আইডি আর খুঁজে পাচ্ছি না। ইনিও কি তবে ব্লক দিলেন?
সাথে সাথে এম্বি নিয়ে ফেইক আইডিতে লগ ইন দিলাম। আপুর আইডি সার্চ করে দেখি, তিনি তার বরের পিক আপলোড দিয়ে লিখেছেন "আমার বাবুটা।"
এতেও কি আমার দোষ?
.
.
এসব কাহিনীর পর প্রায় বছরখানেক ধরে আমি কারো পিকে কমেন্ট করি না।
তারপর জীবনে আবারও প্রেম আসে। আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড আবার কুকুর খুব ভালোবাসে। তার একটা কুকুর আছে, যাকে ও নিজের ভাই-ই মনে করে। তো সেদিন ও একটা পিক আপলোড করে। ক্যাপশন "আমার ভাই।"
বরাবরের মতো সেদিনও আমার এম্বি ছিলো না। তো ভাবলাম এবার আর কোনো ভুল নয়। পিকে কমেন্ট করলাম, "wow nice doggy. Too much cute dear."
বয়ফ্রেন্ড আমার রেগেমেগে বলল, "আমার ভাইকে কুত্তার মতো লাগে তোমার? যাও, আজ থেকে আর কোনো সম্পর্ক নেই তোমার সাথে।"
এবারেও প্রেমটা আর টেকাতে পারলাম না।
.
.[IMG]https://smsudipbd.wapkiz.mobi/download/dl4/0acd021666ee0cca542093cee66a9ce0/smsudipbd+wapkiz+mobi/facebook-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
তারপর আরেকদিন আমার কলেজ লাইফের ক্রাশ পিক আপলোড দিয়েছে। আমি কমেন্ট করব কি করব না এই ভাবতে ভাবতে মানুষের কমেন্টগুলো পড়লাম। কেউ কমেন্ট করেছে, "অনেক সুন্দর।' কেউ আবার " নাইস, ওয়াও" ইত্যাদি। ভাবলাম ক্রাশের নিজেরই পিক হয়তো।
এরপর আর সাতপাঁচ না ভেবে কমেন্ট করলাম, "এতো সুন্দর কেন আপনি? পিকটা অসাধারণ হয়েছে। একেবারে নায়কের মতো লাগছে। অবশ্য সামনাসামনি আপনাকে এর থেকেও বেশি সুন্দর লাগে।"
কমেন্ট করে মুচকি মুচকি হাসি দিতে লাগলাম। অনেকক্ষণ যাবত রিপ্লাই না পেয়ে ক্রাশের আইডিতে ঢুকতে গেলাম, কিন্তু পারলাম না। ওর আইডি খুঁজেই পাচ্ছি না। বুঝতে আর বাকি রইলো না যে সে-ও আমায় ব্লক দিয়েছে।
তারপর অনেকদিন কেটে যায়। একদিন প্রচণ্ড কৌতূহল হলো জানার যে, ক্রাশ আমায় কেন ব্লক দিলো!
ফেইক আইডিতে ঢুকে দেখি ক্রাশের সেদিনকার পিকটা ছিলো মূলত দামী ব্রান্ডের জুতোর।।
তারপর মনের দুঃখে আইডিটাই ডিএক্টভ করে ফেললাম। আর চালাবো না মরার ফ্রি ফেসবুক। যেদিন বাপের টাকা হবে সেদিনই আইডি এক্টিভ করে এম্বি দিয়ে ফেসবুক ইউজ করব।।।
.
-সমাপ্ত
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 2 টি আছে।
Need Login or Sing Up