[ Bngla kobita] "টাকার বড়াই"
লেখক: SMsudipBD About 2020s ago |
"টাকার বড়াই"
স্বরচিতঃ মোঃ আলমগীর হোসেন
২৬.০৬.২০২০ইং।
টাকার বড়াই ছিল, আছে,
থাকবে চিরকাল;
টাকার জোরে অনেক লোকই
হারিয়ে ফেলে তাল।
সুঁইয়ের ছিদ্রে সুতো যায় না
কিন্তু টাকার জোরে
কুড়াল তাতে ঢুকাতে চায়,
জাত মানে না চোরে।
টাকার পাছে পুতুল নাচে,
পুতুলের নাই প্রাণ;
প্লাস্টিকের ফুলে কি আর
মিলবে কভু ঘ্রাণ?
কিছু মানুষ হারিয়ে হুঁশ
ছোটে টাকার পিছে,
ন্যায়নীতি সে দলিত করে
আপন পায়ের নিচে।
এই মানুষের মধ্যে অনেক
শিক্ষিত লোক আছে;
সকল পথে টাকা কামায়,
ভালো মন্দ না বাছে।
সেই টাকাতে বিশাল বাড়ি,
বিলাসবহুল গাড়ি;
সুইচ ব্যাংকে জমা আছে
টাকা কাড়াকাড়ি।
এতো টাকা! তাইতো খোকা
বিলেত গিয়ে পড়ে;
এই দেশে কি ভালো মানুষ
পড়াশোনা করে?
অসুখ হলে পাখনা মেলে
বিদেশে যায় উড়ে,
দেশের মাটি, দেশের মানুষ
ভালো লাগে নারে!
কিন্তু এবার করোনাতে
দিয়েছে বেশ শিক্ষা;
মরলে স্বজন পাশে রয় না,
নিদারুণ পরীক্ষা!
[IMG]https://smsudipbd.wapkiz.mobi/download/dl4/c766b1a92a654b9a6585df378f4b1fd5/smsudipbd+wapkiz+mobi/takar-borai-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
দাফন করতে যায় না ছেলে,
আত্মীয়দের পাল;
টাকার বড়াই ছিল, আছে,
থাকবে চিরকাল।
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।