[ sad story ] উপহাসের পৃথিবী
লেখক: SMsudipBD About 2020s ago |
[ sad story ] উপহাসের পৃথিবী
টিউশন পড়াতাম ৬ষ্ঠ শ্রেণির একটা মেয়েকে। মাশআল্লাহ দেখতে অনেক কিউট। আমি তার সাথে ছাত্রীর মত আচার-আচরণ করি না। যতেষ্ঠ ছোট বোনের মত ভালবাসি।
ছোট ছোট আবদার গুলো পূরণ করার চেষ্টা করি।
তার নাম রিমি -
প্রতিদিনের মত আজকেও পড়াতে আসছি। মনটা বেশ খারাপ।
তো প্রশ্ন করলাম তোমার মন খারাপ কেন?
আন্টি কি তোমাকে গাল মন্দ করছে?
না নানুর বাড়ি যাবার জন্য?
ওহ বুজতে পারছি আংকেল তো অনেক দিন হল ছুটি পায় না। তোমাদের নিয়ে কোথাও তার বেড়ানোর সুযোগ হচ্ছে না।
-- তাও না
ওহ মনে হয়, আজকে তোমাকে কেউ চকোলেট বা আইস-ক্রীম কিনে দেয় নাই।
--রিমি- এই আপনি এতো ছোট মানুষের মত কথা বলছেন কেন? এইগুলোর জন্য তো বাচ্চারা মন খারাপ করে। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়?
-- না,না একদমই না। আমার বোনটা তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে।আচ্ছা তা কি হয়ছে?
-রিমি-- ভাইয়া আজকে পড়ব না। আজকে পড়তে ভাল লাগছে না।
-- তোমাকে একশর্তে ছুটি দিতে পারি! যদি তোমার পোবলেমটা বলো
--- কি বলব ভাইয়া। আমি ছ্যাখা খাইছি। মনটা ভিষণ খারাপ। আর বাবা মাকে যদি এখুন বিয়ের কথা বলি মেরেই ফেলবে। তাই না ভাইয়া
-আমি তো পুরা ফিট হবার অবস্থা। তারপরও জানতে চাইলাম
এই সময় বিয়ে মানে, সে তো পিচ্চি হবে তোমার মত। দুজনে বড় হও। তারপর জব নিবে, তারপর বিয়ে করবেন
--- আবারও আপনি আমারে পিচ্চি বলে অপমান করছেন। আপনি জানেন আমার বিএফকে যখন শাড়ী পরে পিক দিয়ে বলছি, আমি কিন্তু ইন্টারে পড়ি। তাই বিশ্বাস করছে। কিন্তু মা,বাবাকে কেমনে বুঝাব আমি যে বড় হয়ছি
-- এটাও তো কথা। তা তোমার বিএফ কোথায় আর কোন ক্লাসে পড়ে
--- আরে ভাইয়া সে মাস্টার্স শেষ করে এখুন জব করে। আমি বিয়ের জন্য রাজি না তো। তাই সে আরেক জায়গায় বিয়ে করছে। আগামী শক্রবারে বিয়ে। জানেন সারারাত ঘুমাই নাই।
আরমান আলিফ ভাইয়ের গান শুনছি আর কেঁদে কেঁদে আমি শেষ। ভাইয়া আজকে আমাকে ছুটি দেন। পড়তে মন চাইতেছে না। একটু ছ্যাখা খাওয়া গান শুনব। কিছুটা ভাল লাগে।
--- ওকে যাও
আমি তো শুনে বেহুস। কিছুক্ষণ চুপচাপ বসে ছিলাম।
৬ ষ্ঠ শ্রেণীর মেয়ে, সেও প্রেম করে। তাও আবার মাস্টার্স শেষ করে জব করছে এমন ছেলের সাথে।
মনটা চাইল সেদিন গোলায় আমি দড়ি দেই।
#ফ্যান্টাসি
#উপহাসের_পৃথিবী
কমেন্ট করতে ভুলবেন না,, ভাল লাগলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে পাশে থাকবেন,।
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।