🖤ব্রেকআপের পর হঠ্যাৎ দেখা🖤
লেখক: SMsudipBD About 2020s ago |
মেয়ে: চিনতে পেরেছো?
ছেলে: তোমাকে? হুম পারছি.
মেয়ে: অনেক দিন পর দেখা, তাই না?
ছেলে: হুম, প্রায় ৩ থেকে ৪বছর পরে🤔
মেয়ে: কেমন আছো?
ছেলে: ভালোই আছি, তুমি কেমন আছো.?
মেয়ে: ভালোই.
ছেলে: আজকে হঠ্যাৎ, এই রাস্তায়?
মেয়ে: এমনি
ছেলে: ও,আচ্ছা....
.....কিছুক্ষন নিরবতা তার পর.....
মেয়ে: মনে আছে প্রতি বিকলে এই রাস্তায় হাত ধরে হাটার কথা?
ছেলে: কিছু স্মৃতি কখনো ভোলা যায় না
মেয়ে: বিয়ে করেছো??
ছেলে: বিয়েটা এ জনমে করবো না
মেয়ে: এখনো ভালোবাসো আমাকে?
ছেলে:জানিনা... তবে..থাক থাক
মেয়ে: তবে কী?
ছেলে: এখন কারে জন্য কষ্ট পাইনা, কারো কলের অপেক্ষায় বসে থাকি না.
মেয়ে: বাবা খুব অভিমান দেখছি 🤔
ছেলে: সেটা সবার ওপর করা যায়না।, যার ওপর করতাম সে তো চলে গেছে,অভিমান করে কী হবে!
মেয়ে: এখনো রাগ করে আছো?
ছেলে: রাগ করার অধিকার নেই আমার.
....ছেলেটা পকেট থেকে সিগারেট বের করে ধরাই......
মেয়ে: সিগারেট খাও কেনো?
ছেলে: নিকোটিনের ধোঁয়া যদি আমার কষ্ট গুলোকে দূর করে থাকে,, তাহলে কেনো তাকে আপন করবোনা?
মেয়ে: কবিতা লেখো এখনো?
ছেলে: বিষন্নতায় ছন্দ হারিয়ে গেছে
মেয়ে: আর গল্প?
ছেলে: যার জন্য লিখতাম.. সে হারিয়ে গেছে, আর লিখে কী করবো?
মেয়ে: নতুন কাওকে খুঁজে নিয়ে গল্প লেখো তার জন্য?
ছেলে: কেউ তো পুরাতন হয়নি!
মেয়ে: মানে?
ছেলে: তাকে তো এখনো ভুলতে পারিনি, তার স্মৃতি এখনো মনের মধ্যে গেথে আছে😥
মেয়ে: ফিরে আসলে আপন করে নেবে?
ছেলে: নতুন কোনো গল্পের চরিত্র বর্তমানে নেই,আর এসবের মানে নেই.... উফ,
..............কথার মাঝে দীর্ঘশ্বাস..
মেয়ে: আমি তোমাকে এখনো...
ছেলে ;✋✋✋...থামিয়ে দিয়ে 👇
ছেলে: শুনতে চাইনা, দেখতে চাই না নতুন কোনো স্বপ্ন
মেয়ে: আবার কবে দেখা হবে?
ছেলে: নিয়তি যখন চাইবে.!
মেয়ে: আচ্ছা ভালো থেকো...
ছেলেটা পিছন দিকে ঘুরে হাটতে শুরু করে,কারন ছেলেটা অনেক কষ্টে মেয়েটাকে ভুলেছে,
চাইনা নতুন করে কষ্ট পেতে। মেয়েটা ছেলেটার যাওয়ার দিকে এক পলকে তাকিয়ে থাকে ,, যদি ছেলেটা একটিবার পেছনফিরে তাকাই.,কিন্তু ছেলেটা আর পিছনফিরে তাকাইনি,,.কারন সে তার অশ্রুসিক্ত চোখে মেয়েটাকে দেখতে চাইনি,, সে নিজ খেয়ালে হেটে যেতে থাকে,,, হেটে যেতে যেতে ছেলেটি , মেয়েটির কখন চোখের আড়াল হয়ে যায়,, সে বুঝতেই পারে না,, অজান্তেই মেয়টার চোখ বেয়ে দু,ফোঁটা জল গড়িয়ে পড়ে,,,
#সমাপ্ত
কেমন লাগলো কমেন্ট করো🙏🙏🙏
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।