[ Love story ] গল্প :- " তোর কারণে " . Part :- 3rd part ~ ( ৩য় পর্ব )
লেখক: SMsudipBD About 2020s ago |
[ Love story ] গল্প :- " তোর কারণে " . Part :- 3rd part ~ ( ৩য় পর্ব )
.
পুরো কলেজ আমাদের দিকে তাকিয়ে আছে । অবাক হয়ে তাকিয়ে আছে ,, মামুন , তিশা আর রিজু । কলেজ থেকে বের হয়ে এলাম । পিছন থেকে মামুন ডাক দিলো ....................................
মামুন :- আকাশ , দাঁড়া ...?
•
আকাশ :- হ্যাঁ ,,, বল ..?
•
মামুন :- আকাশ , কে তুই ..?? আর , কেনো এখানে এসেছিস ..??
•
আকাশ :- হুমমমমমম ; আজ তোদের সব বলবো ...!!
•
মামুন :- হুমমমম ; আকাশ , বল ..?
•
আকাশ :- আমার এইখানে আসার মূল কারণ হচ্ছে ,, " মীম " ..!!
•
তিশা :- মীম ..?? মীম টা আবার কে ...??
•
আকাশ :- দাঁড়া - দাঁড়া ,, সব বলবো আজ তোদের । আসলে তোরা আমাকে যেমন দেখছিস আমি এমন না ..!
•
মামুন :- তাহলে , তুই কেমন ..??? আর , সবুজের কাছে বন্দুক কেনো ..??
•
আকাশ :- তোরা আমাকে ভাবিস ,, আমি শান্তশিষ্ট একজন ছেলে ..!!
•
রিজু :- শুধু আমরা কেনো ..? কলেজের সবাই জানে আকাশ তুই শান্তশিষ্ট ছেলে । আজ পর্যন্ত কারো সাথে তোর মারামারি তো দূরের কথা , কথা কাটাকাটি'ই হয়নি ।
•
আকাশ :- হুমমমমম ; তোরা আমাকে যেমন ভাবিস সব তোদের ভুল ধারণা । আসলে , আমি একজন গ্যাংস্টার । কিডন্যাপ , মারামারি , মাড়ার এইসব আমার কাজ ।
•
তিশা :- কিইইইইইইই ...??? তুই মিথ্যা বলছিস আমাদের ..!!
•
আকাশ :- না রে ,,,, যা বলছি সবই সত্যি । আমি , সবুজ , সুমন , সুজন , শরীফ , রাব্বী , রিপন আরো অনেকেই আছে যারা আমাদের দলে ।
•
রিজু :- ওহ্ ..!
•
আকাশ :- আমার আব্বু আর সবুজের আব্বু ছিলো বেস্ট ফ্রেন্ড । আর , সবুজ হচ্ছে আমার ছোট বেলার বন্ধু । বলতে পারিস সবুজ আমার ভাই এর মতোই ।
•
মামুন :- হুমমমম ।
•
আকাশ :- সবুজের বাবা ছিলেন একজন সৎ পুলিশ অফিসার । আমরা যখন একটু বড় হইলাম , সবকিছু বুঝতে শিখেছি । একদিন রাতে আমরা সিনেমা দেখে ফিরছিলাম । বাসার পাশে আসি তখন গুলির আওয়াজ পাই । তাড়াতাড়ি সবুজদের বাসার দিকে যাই । বাসার দিকে গিয়ে দেখি , আমাদের এলাকার এক প্রভাবশালী ব্যক্তি আর কিছু লোক সবুজদের বাসা থেকে বের হয়ে যাচ্ছে । আমি আর সবুজ তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে দেখি ,, ২ টি লাশ পরে আছে । আর , সে লাশ গুলো কার জানিস ..??
•
তিশা :- কার আবার ..! নিশ্চয়ই ওই প্রভাবশালী লোকদের ..!!
•
আকাশ :- না রে । ওই লাশ ২ টি ছিলো সবুজের মা-বাবার । আমি আর সবুজ থানাতেও গিয়েছিলাম ডায়রি করতে । থানায় গিয়ে দেখি , সেই প্রভাবশালী লোকটা বসে আছে । তাই ভেতরে যাইনি ।
•
মামুন :- তারপর কি হলো .?? ( মামুন কান্না জড়িত কন্ঠে বললো 😢😢 )
•
আকাশ :- আমার আব্বু - আম্মু শোনার পর আব্বু - আম্মু অনেক কান্না করেছিলেন । তারপর , আমি , সবুজ , আব্বু এলাকার আরো অনেক মানুষ সবুজদের বাসার পিছনে আন্টি - আংকেল দাফন করলাম ।
•
তিশা :- তারপর , কি হলো আকাশ ..?? ( কান্না জড়িত কন্ঠে বললো , তিশা 😢😢 )
•
আকাশ :- তারপর আমি আব্বু - আম্মুকে বলেছিলাম আমি এখানে পড়ালেখা করবো না ,, অন্য কোথাও গিয়ে পড়ালেখা করবো । আব্বু - আম্মুকে অনেক বুঝিয়ে এলাকার ছেড়ে চলে গেলাম । সেখানে গিয়ে ভালো ভাবে পড়ালেখা শুরু করে দিলাম । আব্বু - আম্মুর সাথে ফোনে যোগাযোগ হতো প্রতিদিনই । ৭ বছর পর এলাকায় ফিরলাম গ্যাং সহ । কিভাবে গ্যাংস্টার হইলাম সেটা অন্য একদিন বলবো ।
•
মামুন :- তারপর , কি হলো আকাশ ..?
•
আকাশ :- আমি আর সবুজ আমাদের বাসায় গেলাম । সবুজ আর আমাকে দেখে আব্বু - আম্মু অনেক খুশি হয়েছে । সবুজ আর আমি আব্বু - আম্মুর সাথে সবসময়ই ভদ্র ভাবে চলাফেরা করতাম । আব্বু - আম্মুকে কখনো বুঝতে দিতাম না । এলাকার মানুষকেও বুঝতে দিতাম না যে আমরা গ্যাংস্টার চালাই ।
•
তিশা :- তারপর , কি হলো আকাশ ..?
•
আকাশ :- এলাকায় এসে প্রথম মাডার করলাম ওই প্রভাবশালী লোকটাকে । তখন , এলাকার সবাই ভয় করা শুরু করলো আমাদের । আর , আমাদের টার্গেট ছিলো ওইসব লোকদের উপর যারা বেআইনি ভাবে ব্যবসা করতো । গ্যাংস্টার চালানোর জন্য তো টাকার প্রয়োজন । তাই , যারা বেআইনি ব্যবসা করতো তারা টাকা দিলে বেঁচে যেতো , আর , যারা বেআইনি ব্যবসা করেও টাকা দিতো না তাদের মাডার করতাম ।
•
মামুন :- তারপর , কি হলো আকাশ ..?? 🤔🤔
•
আকাশ :- তো একদিন গেছিলাম কলেজে একটু ঝামেলা সারতে । আর , সেখানেই দেখা হয় মীমের সাথে ।
•
রিজু :- তারপর , কি হলো মামা ..??
•
আকাশ :- প্রথম দেখাতেই মীমের প্রেমে পড়ে যাই । মীমের ব্যাপারে সব খবর নিলাম । তারপর , শুরু করলাম মীমকে পটানোর । প্রতিদিন কলেজে যেতাম মীমকে দেখার জন্য । একদিন মীম নিজে থেকেই কথা বলতে আসে আমার সাথে ।
•
তিশা :- আকাশ , মীম তোকে কি বলছিলো রে ..?? নিশ্চয়ই মীম গালি দিছিলো তোকে ..!!
•
আকাশ :- হুমমমম ; তা তো দিয়েছিলো ..!
•
তিশা :- আকাশ , মীম তোকে কি বলেছিলো , বল না ...??? আকাশ , বল না ..??
•
আকাশ :- হুমমমম ; বলছি , বলছি । প্রতিদিনের মতো সেদিনও কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম । মীম ত যাচ্ছিলো আর আমি মীমকে দেখছিলাম । কি যেনো হলো ..! হঠাৎ ,, মীম আমার দিকে আসতে শুরু করলো । তখন তো আমার অবস্থা খুব খারাপ , মীমকে এইভাবে আসতে দেখে ভয় লাগছিলো । মীম আমার কাছে এসে ,, মীম আমাকে বললো ...................................
মীম :- এই ছেলে , রোজ রোজ কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকো কেনো ..?? হুম ..???? ( ধমকের সুরে বললো মীম )
•
আকাশ :- কি কি কি কিছু না তো ..!!
•
মীম :- তাহলে , এখানে দাঁড়িয়ে থাকো কেনো ..?? হুম ...??
•
আকাশ :- তোমাকে দেখার জন্য ..!! ( অস্পষ্ট ভাবে বললাম )
•
মীম :- কি ..?? কি বললা , আর একবার বলো তো ..???
•
আকাশ :- না , না ,,, কিছু না । আমি তো এই কলেজে'ই পড়ি । ( মিথ্যা বললাম )
•
মীম :- কোন ইয়ারে ...???
•
আকাশ :- এইরে ধরা খেয়ে গেলাম মনে হয় ..! ( মনে মনে বললাম )
•
মীম :- কি হলো ,, চুপ করে আছো কেনো ..? বলো , কোন ইয়ারে ..??
•
আকাশ :- 1st ইয়ারে । ( মীম মনে হয় বড় হবে ,, 🤔🤔 )
•
মীম :- আমিও তো 1st ইয়ারে পড়ি । কই , একদিনও তো ক্লাসে দেখলাম না তোমাকে ..!!
•
আকাশ :- ইয়ে মানে ,, আমার ক্লাস করতে ভালো লাগে না । তাই , আমি ক্লাস করি না ।
•
মীম :- কাল থেকে যেনো ক্লাসে দেখি তোমাকে । ( বলেই মীম চলে গেলো )
¤
কি করবো আমি এখন ..!! আমি তো এই কলেজে পড়ি না । আমি তো অন্য কলেজে পড়ি । সবুজকে সব খুলে বললাম । আমি আর সবুজ প্রিন্সিপাল স্যারকে ধরে এই কলেজে ভর্তি হয়ে গেলাম ।
▪
পরের দিন ,,,, আবার কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছি মীমের জন্য । ওই তো মীম আসছে । মীম আমার কাছে এসে ,, মীম আমাকে বললো .........................
মীম :- কি ব্যাপার ..!! আজও তুমি কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছো ..??
•
[ Love story ] গল্প :- " তোর কারণে " . Part :- 3rd part ~ ( ৩য় পর্ব )
[IMG]https://smsudipbd.wapkiz.mobi/download/dl4/e8f0c66767b607ac20cfdfe29353da54/smsudipbd+wapkiz+mobi/-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
আকাশ :- না ,,, আসলে আমি ক্লাসরুম চিনি না তো ..! তাই আপনার জন্য দাঁড়িয়ে আছি ।
•
মীম :- আমার জন্য দাঁড়িয়ে আছো , মানে .?? অন্য কাউকে জিজ্ঞাসা করলেই তো পারতা ..!
•
আকাশ :- আসলে , আমি এখানে কাউকে চিনি না ..! তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম ..!
•
মীম :- হয়েছে , হয়েছে ,,, আর বলতে হবে না । এখন চলো ,, ক্লাসের দেরি হচ্ছে . !
•
আকাশ :- হুমমমমম ; চলেন ..!
¤
আমি আর মীম দুজনে ক্লাসে গেলাম । স্যার রা তো আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে । সব ক্লাস শেষ করলাম । মীম চলে যাচ্ছিলো । আমি মীমকে ডাক দিলাম ...............................
আকাশ :- এই মীম ,,, একটু দাঁড়াবেন ..??
•
মীম :- হুমমমম ; বলো ..? আর , আমাকে আপনি করে বলতে হবে না । এখন থেকে আমাকে তুমি করে বলবা ,, OK..??
•
আকাশ :- আচ্ছা ,,, ঠিক আছে । আসলে , আমি তো অনেক ক্লাস মিস করছি । তাই আমাকে যদি আগের পড়া গুলা একটু বুঝিয়ে দিতা । তাহলে ভালো হতো ।
•
মীম :- আচ্ছা ,,, ঠিক আছে । পুকুর পাড়ে চলো । ওইটা আমার খুব প্রিয় জায়গা ।
•
আকাশ :- আচ্ছা ; চলো ..!
¤
আমি আর মীম দুজনে পুকুর পাড়ে গেলাম । মীম আমাকে পড়া বোঝাচ্ছে । আর , আমি মীমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি । মীম আমাকে বললো ...................................
মীম :- এই ,,, কি দেখছো এইভাবে ..??
•
আকাশ :- পরী ।
•
মীম :- কি .??
•
আকাশ :- কিছু না । তুমি আমাকে পড়া বুঝাও ..!!
•
মীম :- হুমমমমম ।
¤
মীম আবার আমাকে পড়া বোঝাচ্ছে । আর , আমি মীমেয দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি ।
▪
এইভাবেই রোজ ক্লাস শেষে মীম আমাকে পড়া বুঝায় । আর , আমি মীমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি । মীমের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো হয়ে যায় । কিন্তু , আমি মীমকে " ভালোবাসি " এই কথাটা মীমকে বলতে পারি না । ভয় করে ,,, যদি মীম না করে দেয় ..!! আর , আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় ..! তাই , আমি মীমকে কখনো " ভালোবাসি " এই কথাটা বলি নাই ।
¤
একদিন মীম আমাকে বললো ..........................
মীম :- আকাশ , একটা কথা বলবো ..??
•
আকাশ :- হুমমমম ; বলো ..?? অনুমতি নেবার কি আছে ..?
•
মীম :- আমাকে একটা ছেলে প্রপোজ করছে ।
•
আকাশ :- কিইইই ..?? কে প্রপোজ করেছে ..??? তুমি কি বলছো ..??? 🤔
•
মীম :- একসাথে এতো প্রশ্ন করলে উত্তর দেবো কি ভাবে ..!! আমি সেই ছেলেটাকে না করে দিছি । আর , কে প্রপোজ করছে বলবো না ।
•
আকাশ :- যাক বাঁচলাম ..!
•
মীম :- বাঁচলাম মানে ...??
•
আকাশ :- কিছু না তো ; এমনি বললাম ।
¤
না আর দেরি করা ঠিক হবে না .! আজই সুযোগ ..! যা বলার আজই বলতে হবে ..!! না হলে পরে আবার বলা যাবে না ..! তাই , আমি মীমকে ডাক দিয়ে বললাম ...............................
আকাশ :- মীম , তোমার সাথে আমার কিছু কথা আছে ..!!
•
মীম :- হুমমমম ; বলো ,, কি কথা ..??
•
আকাশ :- আগে Promise করো যে কথা গুলো শোনার পর আমাদের সম্পর্কটা যেমন আছে তেমনই থাকবে ..!!
•
মীম :- আচ্ছা ; বলো না , কি বলবা ..???
•
আকাশ :- আসলে , মীম তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে যাই । তাই , তোমাকে দেখার জন্য রোজ কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম । আমি তখন এই কলেজে পড়তাম না । তুমি যেদিন বলেছিলে ,, " কাল থেকে যেনো ক্লাসে দেখি "। আমি সেদিনই এই কলেজে ভর্তি হয়েছিলাম । শুধু মাত্র তোমার জন্য । ধিরে ধিরে তোমার সাথে বন্ধুত্ব করি । পরে আর ভয়ে তোমাকে " ভালোবাসি " এই কথাটা বলতে পারিনি । যদি , তুমি রাগ আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দাও ..!! বিশ্বাস করো , মীম , আমি তোমাকে খুব খুব ভালোবাসি ..!! 💗❤
•
মীম :- ঠাসসসসসসসসসসসসস ,,, ঠাসসসসসসসসসসসস ,,,, ( মীম থাপ্পড় মারলো আমাকে )
.
#চলবে
( ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন )
.jpg)
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।