[GOLPO] Bondhutbo Part:01 গল্পঃ বন্ধুত্ব। পর্ব ১
লেখক: SMsudipBD About 2020s ago |
স্যার আমাকে যদি এই জবটা দেন তাহলে আপনি আমায় যে কোন ভাবে ব্যাবহার করতে পারবেন।
সামনে বসে থাকা মেয়েটার কথাতে অভি বেশ অবাক হয়ে গেল। হাতের সামনে থাকা পানির গ্লাসটা নিয়ে ডগ ডগ করে পুরোটা পানি একবারে শেষ করে নিলো চোখে থেকে মোটা ফ্রেমের চশমাটা, খুলে, কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে নিরব হয়ে রইল। অভি ভাবতে লাগলো মেয়েটাকে কি ভর্ৎসনা করবে? আর করার মত যথেষ্ট কারণও আছে। একটা মেয়ের সাহস কি করে হয় এমন কিছু বলার।
.
-- মেয়েটা আবার বললো, স্যার চাকরি হবে তো আমার?
মেয়েটার এমন বিদ্রূপ আচরণ বা উদ্ভট কথা শুনে অভি আর নিজেকে স্থির রাখতে পারলো না। এবার চোখ তুলে তাকালো। বেশ সুন্দরী মেয়েটা, কথাও খুব গুছিয়ে বলে এক কথায় অলরাউন্ডার সময়ের সাথে পাল্লা দেওয়ার জন্য যা যা লাগে এর সব কিছুই বিদ্যমান। অঙ্গ ভঙ্গি দেখে যা বুঝায় সে নিজেকে প্রতিনিয়ত অভির সামনে যোগ্য প্রমাণ করবার আপ্রাণ চেষ্টা করছে।
.
অভি বললো, এটা কি আপনার প্রফেশন??
--মানে স্যার?....মেয়েটা বললো
মুখের ঘাম মুছতে মুছতে অভি সহসা করে অভি শুধালো এর আগে কি আবাসিক হোটেলে কাজ করেছেন কখনো? বা বারে অথবা কারও বেড রুমে।
--মেয়েটা অভির কথায় মাথা নিছু করে স্ট্যাচু হয়ে গেলো। মেয়েটা বেশ গম্ভীর কন্ঠে বললো, সরি স্যার আমি আসি। এই বলে উঠতে লাগলো অভি বলল বসেন।
আজ না হয় আপনায় তজোড়া করি।
--মানে স্যার?
.
মেয়েটা অভির দিকে নিরব ভাবে তাকিয়ে রইলো।
.
অভি বলা শুরু করলো, আপনাদের জন্য আজকাল সমাজের এই অবস্থা। আজ আপনাদের জন্য পুরুষদের মেয়েদের প্রতি অত্যাচার বেড়ে গেছে। আর নিজের বউকে ছুড়ে ফেলে আপনাদের মত সুন্দরী মেয়েদের সাথে রাতের পর রাত হোটেলে কাটাচ্ছে, ঘুড়ে বেড়াচ্ছে আপনাদের মত মেয়েদের এসিস্ট্যান্ট রেখে ওরা স্বাদ নিচ্ছে। চাকরী যোগ্যতায় হয় দেহ দিয়ে না আরে মানুষ বাঁচে কত দিন? একবার চিন্তা করছেন মরার পর কি জবাব দিবেন? আল্লাহ নারীদের আলাদা একটা সৌন্দর্য দিয়ে তৈরি করেছে সেটা সঠিক জাগায় ব্যাবহার করার জন্য এই ভাবে উন্মুক্ত করে দিতে নয়।
.
আমি কথা বলার সময়, খেয়াল করে দেখলাম মেয়েটার চোখের কোনে নোনা অয়ানি ভিড় করেছে। তাতে আমার কি এই ধরনের অসভ্য মেয়েদের আরো বেশি অপমান করা দরকার। কিন্ত আমি কারও সাথে তেমন ভাবে খারাপ ব্যবহার করতে পারি না। তারপর ও না করে পারলাম না।
" সারাটা দিন অভির মাথায় শুধু এই বিষয়টাই ঘুরপাক খেলো আজকাল ভালো মানুষ নাই। আছে ঠিকই মনুষ্য হয়ে গেছে হিংস্রের মত বিবেকহীন।
সন্ধার দিকে অভি শহরের কোলাহল থেকে কিছুটা দূরে থাকতে চায়, রোজ সে ছাদে দাঁড়িয়ে আকাশের রঙ বদলের খেলা দেখে। আকাশের যদি ও কোন নিজস্ব রঙ নেই।
কখনো লাল কখনো হলুদ আবার কখনো নীল অথবা কখনো সাদা কালো মেঘে ছেয়ে যায়। আজকের আকাশটা টকটকে লাল।
.
[IMG]https://smsudipbd.wapkiz.mobi/download/dl4/2f217eac9682e3c6a7510965a795fff3/smsudipbd+wapkiz+mobi/-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
রাত কেটে গেল,তবে মাথা থেকে গত দিনের বিষয়টা ঝাড়তে পারে নাই। অভির একটা বাজে অভ্যাস, কোন একটা বিষয় মাথায় ডুকলে তা যতক্ষণ না তিতো হয় ততক্ষণ ভাবতে থাকে।
অভি তড়িঘড়ি করে সকালের নাস্তা খেয়ে বেরিয়ে গেলো। কারন বাস ধরতে হবে অভি কেন যেন বাসে যেতে পছন্দ করে। বাসে বসে অভক ভাবছে আজ সেই বৃদ্ধাশ্রমে গেলে মন্দ হয় না এমন সময় তার চোখে পরলো বাসে দাঁড়িয়ে থাকা একটা ছেলে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। মেয়েটাকে গিলে খাচ্ছে ছেলেটা। মেয়েটা বার বার নড়েছে তাও পিছু ছাড়ছে না ছেলেটা। মেয়েটা এবার পেছন তাকিয়ে বললো আপনার সমস্যা কি?
.
অভি তাকিয়ে দেখলো এটা গত দিনের মেয়েটাই। কিন্ত রাফির কাছে অবাক লাগলো যে মেয়েটা আমায় এমন বাজে অফার করতে পারলো তার শরীর ছুঁয়ে দিলে সে রাগবে কেন বরং আনন্দ পাওয়ার কথা।
.
মেয়েটার কথায় ছেলেটাকে পাশের এক ভদ্র লোক ঠাশ ঠাশ করে বসিয়ে দিলেন। ছেলেটা নিরব এর মাঝে দেখলাম মেয়েটার ছলছল চোখ খানিকের জন্য আমার দিকে দৃষ্টিপাত করলো।
বাস থামার পর মেয়েটা হেটে দ্রুত বেড়িয়ে যাওয়ার সময় আমি পেছন থেকে ডাকলাম।
--এই যে শুনছেন।
জ্বী স্যার বলুন।
--আপনার কি চাকরী হয়েছে?
না স্যার।
--আরেকবার আমার অফিসে আসতে পারেন।
স্যার সরি আজ আমায় এক জায়গাতে যেতে হবে আমি আগামীকাল আসবো যদি পারি।
পভির কাছে গত দিন আর আজকে একই মানুষের আচরণ দিনের শেষে ভিন্ন রকম। কেন যেনো খটকা লাগলো, হয়তো কবি তাই বলেছিলেন।
" ফিরিবার পথ নাহি!
দূর হতে দেখো যদি চাহি!
পারিবে না চিনিতে আমায় "
গল্পঃ বন্ধুত্ব।
লিখা>>গল্প প্রেমিক
পর্ব ১
চলবে....
.jpg)
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।