ম্যাডামের সাথে প্রেম . ..পর্ব-৪
লেখক: SMsudipBD About 2020s ago |
আগের পর্বগুলো টাইমলাইনে আছে। না পড়ে থাকলে পড়ে নিবেন।
আরে ওইত মেডাম আসতেছে। আমিও রেডি হলাম ফুল দেওয়ার জন্য। কিন্তু ভালো করে খেয়াল করে দেখলাম মেডামের সাথে একটা ছেলে। মুহুর্তের মধ্যেই আমার ভিতরে কালবৈশাখী জড় বয়ে গেল।
তার মানে মেডামের বয়ফ্রেন্ড আছে। তাহলে আমার ভালোবাসা বৃথা গেল। ছেলেটা দেখতেও স্মার্ট সুন্দর। মেডামের সাথে মানিয়েছে ভালো। পুড়া কপাল আমার আর হলো না। এসব ভাবতেছি হঠাত আমার ভাবনার ছেদন ঘটাল মেডাম মানে সঞ্জিতা,,,,
মেডামঃ কেমন আছ?
আমিঃ হুম ভালো (অনেকটা অপ্রস্তুত ভাবে)
মেডামঃ কি করো এখানে?
আমি; কিছু না।
মেডামঃ যাও ক্লাসের সময় হয়ে গেছে ক্লাসে যাও
আমিঃ আচ্ছা মেডাম একটা প্রশ্ন করি
মেডামঃ হুম করো
আমিঃ ওই ছেলে টা কে?
মেডামঃ কোন ছেলে টা?
আমিঃ এই যে কিছুক্ষন আগে আপনার সাথে দেখলাম
মেডামঃ ওহহহ। ও তো আমার বন্ধু আমার ক্লাসমেট ছিল। হঠাত দেখা হলো তাই একটু কথা বললাম।
ঊফফফ আমার এখন লুঙি ডান্স করতে ইচ্ছে করতেছে। এতক্ষন যা ভাবছি সেরকম কিছুই না।
আমি তারাতারি গোলাপ ফুল গুলো বেড় করে,,,,
আমিঃমেডাম এইগুলো আপনার জন্য
মেডামঃ ধন্যবাদ।
আমি সেখান থেকে দৌড়ে চলে আসলাম। বলা তো যায় না যদি প্রশ্ন করত তখন কি জবাব দিতাম।
ক্লাস শুরু হলো। ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে বাহিরে বের হয়ে দেখি জাহিদ বাইক নিয়ে দাড়িয়ে আছে।,,,
আমিঃ কিরে শালা। কোথায় গেছিলি ডেটিং মারতে?
জাহিদ আর বলিস না কালকে আমার পকেট পুরা ফাকা বানাই ফেলছে। এই নে তুর বাইক( ওহহ আপনাদের য় বলতে ভূলেই গেছিলাম। জাহিদের বাইক নষ্ট বিদায় কালকে আমার বাইক টা নিয়েগেছিল তার গফ এর সাথে ঘুড়তে)
আমিঃ হুম। ( দেখলাম মেডাম কলেজের গেইট দিয়ে বেড় হচ্ছে। মানে একটা সুযোগ ওর সাথে কথা বলার)
আমিঃ দুস্ত একটা কাজ কর
জাহিদ কি
আমিঃ বাইক টা বিকালে বাসাস দিয়া আসিস।
জাহিদ : এখন তুই নিয়া যা
আমিঃ আমার এখন কাজ আছে।প্লিজ দুস্ত একটু কষ্ট কর
জাহিদঃ ওকে।
আমি দৌড়াইয়া কলেজ থেকে বেড় হলাম। কিন্তু কোথাও সঞ্জিতা কে দেখতেছি না। তার মানে কি চলে গেল নাকি? আমি খুজতে লাগলাম। হঠাত একটা রিকশা আসল। কে যেন আমাকে ডাক দিল,,,তাকিয়ে দেখি আর কেউ নয় মেডাম। আহহহ কি শান্তি। মেডাম আমার নিজে থেকে আমার কাছে ধরা দেয়
মেডাম জসিম আসো রিকশায় উঠ..
আমিঃ না মেডাম। আপনি যান আমি আরেকটা পেয়ে যাব।
মেডামঃ পাইবা না আসো তো
আমিঃনা মানে মেডাম।
মেডামঃ কালকে তুমি আমাকে সাহাজ্য করছিলা। আজ না হয় আমি করলাম। সমান সমান
আমিঃ ওকে।
রিকশায় উঠলাম। বাসায় আসলাম।
এভাবে চলতে লাগল। এখন আমাদের মাঝে একটা মিষ্টি বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক হয়ে গেছে। প্রায়ই আমি মেডাম বাসায় যাই। আসল উদ্দেশ্য মেডাম কে দেখা। কিন্তু বলি এই টা বুঝিনা ওই টা বুঝিনা,,,
অবশেষে সিদ্ধান্ত নিলাম প্রপোজ করব। তাই বন্ধুদের সাথে নিয়া একত্রে বসলাম। সবাই প্লান করলাম কিভাবে কোথায় প্রপোজ করব,,,
অবশেষে সিদ্ধান্ত হলো মেডামের কিছুদিন পর জন্মদিন। ওইদিন একটা পার্টির আয়োজন করব সেখানেই প্রপোজ করব।
দেখতে দেখতে জন্মদিনের দিন চলে আসল। প্লান অনুযায়ী মেডাম কে জাহিদ আর সুমন আনতে গেল। আর আমি এই দিকে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছিলাম।
অবশেষে মেডাম চলে আসল। ওনি এসব দেখে সারপ্রাইজ হইলেন। আমাদের সবাই কে ধন্যবাদ দিলেন...
আমিঃ মেডাম আর ধন্যবাদ দিতে হবেনা। এইবার কেক কাটুন।
সবাই একসাথে বলল ঃহুমমম
তারপর মেডাম কেক কাটল। এগুলো শেষ হলো। তারপর আমি মেডাম কে বললাম,,,,
আমিঃ আপনার সাথে আমার কিছু কথা ছিল?
মেডামঃ কি কথা বল
আমিঃ না এখানে না। ছাদে চলুন
মেডামঃ ওকে চলো।
ছাদে গিয়া ১০ মিনিট ধরে চুপ করে দারিয়ে আছি। মেডাম বার বার বলতেছে বলো কি বলবা।
আমি উত্তর দেই আরেকটু সময় দেন।
মেডামঃ বলবা নাকি আমি চলে যাব
আমিঃ না মেডাম বলছি
মেডামঃ বলো
[IMG]https://smsudipbd.wapkiz.mobi/download/dl4/a3a2ef452763079f71f86605f2e7a01e/smsudipbd+wapkiz+mobi/-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
আমিঃ আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম লাল শাড়ি তে সেদিনই তোমার প্রেমে পড়ে যাই। আস্তে আস্তে ভালোবাসা বেড়ে গেছে। ভালোবাসি খুব ভালোবাসি তোমাকে,,।
হবেকি আমার জীবনের অর্ধাঙ্গিনী।হবে কী আমার ভবিষ্যত মেয়ের আম্মু?? কথা দিচ্ছি কখনো ছেড়ে চলে যাবনা....
I love you OBONI I LOVE YOU SO MUCH..
তারপর যা হলো আমি ভাবতেও পারিনাই এমন হবে।।
মেডামঃ.................. ????????
# চলবে
.jpg)
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 1 টি আছে।
Need Login or Sing Up