ম্যাডামের সাথে প্রেম . ..৩য় পর্ব
লেখক: SMsudipBD About 2020s ago |
..
--আমি বোকার মতো দাঁড়িয়ে আছি।প্রশ্নের
উত্তরটা কিছুতেই মাথায় আসছে না। ম্যাডাম আমার
দিকে তাকিয়ে আছেন,চোখেমুখে তার বিজয়ের
হাসি।বড় কঠিন প্রশ্ন করা হয়েছে আমাকে।খুব
সম্ভব, কঠিন প্রশ্নগুলো শেষে করারই নিয়ম।আমি
গাল চুলকাচ্ছি।মুখে প্রচুর ব্রণ।এপালিন ক্রিম আর
লিনডেক্স বি জেল লাগাচ্ছি, তবুও কমছে না।
ডাক্তারের পরামর্শে না,তপুই আমাকে সাজেস্ট
করেছিল।আমার মনে হচ্ছে শুধু শুধু টাকা নষ্ট
হলো,কাজের কাজ কিছুই হলো না,কিছুই হবে না।
আমি আমতা আমতা করে বললাম,কুত্তা...
ম্যাডাম চোখমুখ গরমকরে আমার দিকে তাকালেন।
কড়া গলায় বললেন,সুন্দরকরে বলো।তার নাম কুকুর।
তিনশব্দের নাম,একে সংক্ষেপ করার কোনও
মানে হয়?
আমি বললাম, ম্যাডাম,কুত্তাও তিনশব্দের।ত+ত=ত্ত।হি
হি!
ম্যাডাম আমার দিকে সরুচোখে তাকিয়ে
বললেন,উত্তর বলো।
আমি হাসিমুখে বললাম, একটা কুকুর একটা জঙ্গলের
পুরাটাই দৌঁড়াতে পারবে।আরও বেশী পারবে,তবে
তখন সে জঙ্গলের বাইরে রাস্তায় চলে আসবে।
পুরো ক্লাস ম্যাডামের দিকে তাকিয়ে আছে।
উত্তরটা সঠিক হয়েছে কি না,তা শুনতে সবার মন
নিশপিশ করছে।
ম্যাডাম মাথানিচু করে বললেন,কারেক্ট!
পুরো ক্লাসে হৈ চৈ পড়ে গেল।সবাই তালি দিয়ে
আমাকে শুভেচ্ছা জানাল,কেও কেও স্লোগান এর
মতো করে বলতে লাগল,কিস কিস কিস!
আমি বিজয়ের হাসি হেসে ম্যাডামের দিজে তাকিয়ে
আছি।তিনি আগের মতই মাথানিচু করে আছেন।চুমুটা
যে এখনই খেতে হবে, তা কিন্তু না।অনেকে
বাসর রাত নিয়ে নোংরা রসিকতা করে, আমার এটা
একেবারেই পছন্দ না।সবকিছু বাসর রাতেই হতে
হবে, এমন তো না।বৌ তো আর বাপের বাড়ি
পালিয়ে যাচ্ছে না।নাকি যাচ্ছে? তাছাড়া কোরআনে
আল্লাহ বলেছেন, "তিনি ধৈর্যশীল বান্দাদের
পছন্দ করেন।"আমি ধৈর্যশীল হওয়ার চেষ্টা করছি।
২.
একটু পর বাস ছাড়বে।ম্যাডাম বেশ সেজে-গুজে
এসেছেন।দ্যাখে মনে হচ্ছে,প্রেমিকের
সাথে আনন্দ ভ্রমণে বেরিয়েছেন।
আমি হাসিমুখে ম্যাডামের পাশে বসলাম। তিনি জানালার
সাইডে বসেছেন।আমি তার দিকে তাকিয়ে
আছি,ব্যাপারটা তিনি ধরতে পেরে মহাবিরক্ত হলেন।
তাতে আমি মোটেও রাগলাম না,বরং মিষ্টি করে একটু
হাসলাম।কবিগুরু বলেছেন,বৎস! তোমার মন যদি
কোনও সুন্দরী জয় করিয়া ফেলে তবে তাহার
পেছনে ঘুরিবে।সুন্দরী অনেক ডাঁট
দ্যাখাইবে,তোমাকে প্রহার করিবে,যাতনা সইতে না
পারিয়া জানালাদ্বয় বন্ধ করিয়া দিবে।কিন্তু তুমি তাহাতে
বিরক্ত প্রকাশ করিবে না,বরং তাহার পেছনে দৌঁড়ানো
কখনওই বন্ধ করিবে না।দ্যাখিবে,একদিন সে-ই
তোমারি প্রেমে হাবুডুবু খাইতে থাকিবে।
আমার উৎসাহ আরও বেড়ে গেল।ম্যাডাম
বিরক্তচোখে প্রকৃতি দ্যাখছেন।বাস খুব দ্রুত
চলছে।কক্সবাজার পৌঁছাতে বেশী সময় লাগার কথা
না।
[IMG]https://smsudipbd.wapkiz.mobi/download/dl4/a3a2ef452763079f71f86605f2e7a01e/smsudipbd+wapkiz+mobi/-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
আমি ডাবল একরুম ভাড়া করলাম।ম্যাডাম তুমুল আপত্তি
জানাল,আমি তাতে সায় দিই নি।মেয়েদেরকে ভয়
দ্যাখাতে আমার ভাল লাগে। টাকা সব ম্যাডামের কাছ
থেকেই নিচ্ছি।চ্যালেঞ্জে হেরে গিয়ে তাকে
খুব অসহায় লাগছে।তার অসহায়ত্বের সুযোগ নিচ্ছি
বলে নিজেকে পিশাচ শ্রেণির প্রাণি মনে হচ্ছে।
জার্নি করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছি।ম্যাডাম
ঝাঁজালো কণ্ঠে বললেন, রুম চেঞ্জ করো।
আমি অবাক হয়ে বললাম, কেন?
পাশের রুমে এরা কারা? এত চিল্লাচিল্লি করে।পুরা মাথা
ধরাই ফেলছে।একে তো ডাবল রুমে পাঁচজন
তোমার মতো জানোয়ার টাইপ ছেলে
থাকছে,তার উপর একটু পরপর হাততালি,সিটি, গান, নাচ -
সবই করছে।
আমি রহস্যের ভঙ্গীতে হাসলাম।পাশের রুম
থেকে 'কালা চশমা' গানটা ভেসে আসছে...
ম্যাডামের হাত ধরে সাগর পাড়ে হাঁটছি।একটুপর সূর্য
অস্ত যাবে।আজ আমাদের প্রথম রাত হতে যাচ্ছে।
আচ্ছা ঢাকায় ফেরার পর কি ম্যাডামের চাকরি চলে
যাবে? যেতেই পারে।মানুষ রসিয়ে রসিয়ে আলাপ
জমাতে পছন্দ করে।হয়তো গুজুব উঠবে, ম্যাডাম
তো কক্সবাজার থেকে প্রেগন্যান্ট হয়ে
এসেছেন।হা হা হা! গেল ম্যাডাম আর ছাত্র, এখন
ফিরে এসেছে তিনজন।আমার কি হবে? আমাকে কি
বহিষ্কার করা হবে? বহিষ্কার করা হলে অন্যকোথাও
গিয়ে ভর্তি হয়ে গেলেই হলো।অসম্ভব ভাবে
কোথাও ভর্তি হওয়ার সুযোগ না ফেলে চাকরী-
বাকরী করব।ইডিয়টরা সব পারে। আমি ম্যাডামের
দিকে তাকিয়ে হাসিমুখে বললাম, আপনার প্রেমিক
আছে?
না।
ছিল কখনও?
ছিল।
এখন কি ছাড়াছাড়ি হয়ে গেছে, নাকি পটল তুলেছে?
ম্যাডাম বিরক্তবোধ করলেন।কোনও জবাব তো
দিলেনই না, উল্টো আমার হাত ছেড়ে দিলেন।
আমি আগের মতই হেসে বললাম, বাসায় কে কে
আছে আপনার?
আমি আর মা।
বাবা কি মারা গেছেন?
না,তাদের ডিভোর্স হয়ে গেছে।
ও আচ্ছা। বিয়ে করছেন না কেন?
ছেলেদেরকে আজকাল বিশ্বাস হয় না।
আমি একথায় সামান্য অপমানবোধ করলাম।ইডিয়ট
হলেও অপমান বলে একটা ব্যাপার আমাকে ছেড়ে
যায় নি কখনও।কিছুক্ষণ চুপচাপ হাঁটলাম।একটুপর ম্যাডাম
নিজেই বললেন, তোমার ব্যাগের এককোণে
একটা ময়লা কাগজ ছিল।খুব সম্ভব অনেক আগের
দিনের কাগজ।ওখানে লেখা আছে 'এ কেমন কান্না
তোমার, আমায় যখন আদর করো' লাইনটা আমার
অনেক পছন্দ হয়েছে।কে লিখেছে?
জানি না।
অনেক আগের দিনের কাগজ তো, তাই বললাম।
লেখাটাও পুরান।
ও আচ্ছা। ম্যাডাম, আপনার কি কোনও বান্ধবী নেই?
না।আমি একা।
আমি ব্যাপারটা কিভাবে ধরলাম,বলব?
লাগবে না।
আচ্ছা।
আচ্ছা, একা মানে কি? আমার সাথে কেও নেই,নাকি,
আমিই কারও সাথে নেই...?
সূর্য অস্ত যাচ্ছে। কক্সবাজার আমাকে মুগ্ধ করতে
পারছে না।আমাকে মুগ্ধ করে বড় বড় পাহাড়।আজ
একটা দিন চলে যাচ্ছে। আর বাকি দু'দিন। আমি
ম্যাডামের দিকে তাকিয়ে ফিসফিস করে
বললাম,ম্যাডাম,আজ রাতে কিভাবে কি করবেন, সব
ঠিকঠাক ভাবে ভেবে রেখেছেন তো?
ম্যাডাম আমার দিকে তাকালেন।রাগার চেষ্টা করলেন।
কিন্তু রাগতে পারলেন না।তার চোখমুখে রাজ্যের
ভয় ভীড় করছে।তিনি রাগার চেষ্টা করতে করতে
বললেন, আজ রাতে কিছুই হবে না ইডিয়ট!
আমি হো হো করে হাসতে হাসতে বললাম, আজ
রাতে সবই হবে ম্যাডাম।আমি যা বলব,আপনাকে তাই
করতে হবে।
ম্যাডামের রাগ সপ্ত আসমানে উঠল।তিনি দাঁতে দাঁত
চেপে চাপা গলায় বললেন, আমি কিছুই করব না।
তোমার এত সাহস হয় কিভাবে?
আমি পূর্বের মতো হো হো করে হাসতে
হাসতে বললাম, ম্যাডাম,আমাদের পাশের রুমে
কয়েকটা ছেলে উঠেছে না?
সরুচোখে আমার দিকে তাকিয়ে ম্যাডাম
বললেন,তো?
ওরা আসলে আমারই বন্ধু।আমিই তাদের ফোন
দিয়ে আনিয়েছিলাম। আমি জানি তো আপনি এভাবে
রাজি হবেন না।তাই অন্য পন্থা অবলম্বন করা।এই
আরকি! হি হি!
(চলবে)...
.
.
.jpg)
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 2 টি আছে।
Need Login or Sing Up