[Love story] একটি বৃষ্টিভেজা রাত (season 2) পর্ব ৭
লেখক: admin About 2020s ago |
একটি বৃষ্টিভেজা রাত (season 2)
পর্ব ৭
#Neer_Nilavro
নীলাম্বরী অঘোরে ঘুমোচ্ছে।
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি নিজেকে নিয়ন্ত্রণে রাখার।জানিনা শেষ মুহুর্ত পর্যন্ত পারবো কিনা? তবুও মনের জোর ধরে রাখার চেষ্টা করে যেতে লাগলাম।
একটু বাদেই আমার ও ঘুম এসে গেলো।কখন ঘুমিয়ে পরেছি নিজেই জানিনা।ঘুম ভাংলে দেখি রাত ৪ টা বাজে।ভোর হয়ে গেছে প্রায়।এখন আর ভয় নেই।একটু পরেই সকাল হবে।বৃষ্টির শব্দ আর শোনা যাচ্ছেনা। হয়ত থেমে গেছে।
নীলাম্বরী আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে।আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এমন সময় ও জেগে উঠে বলল,এই নীল।
- বলো।
- আমি ঘুমিয়েছিলাম তাইনা?
- হ্যা।আমিও ঘুমাচ্ছিলাম।
- ইস! এত সুন্দর রাতটা পার হয়ে গেলো?
- সেই ভালো হয়েছে নীলা।জেগে থাকলে ভুলভাল কিছু করে ফেলতাম।তারচেয়ে বরং ঘুমিয়ে নিয়েছি সেটাই ভালো হয়েছে।
- হুম।এবার বলোতো কবে আমায় নিয়ে আসবে? আমার জীবনের প্রতিটা রাত যেন এভাবেই তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে কেটে যায়।আমি যেন আজীবন এভাবেই আরামে ঘুমাতে পারি।
- পারবে নীলা।তোমার সুখের জন্য আমি সব সুখ ছাড়তে পারবো।তুমি শুধু আমাকে ভালোবেসো।
- বাসবো গো।তুমি ছাড়া আর কে আছে আমার?
- তুমি মামাবাড়ি থেকে বাড়ি ফেরার সময় আমার সাথে দেখা করে যেও।এতদিন তোমাকে না দেখে থাকতে আমার কষ্ট হবে।
- সে জন্যই তো বলছি যত দ্রুত পারো আমাকে তোমার কাছে নিয়ে আসো।
আমি বললাম, অবশ্যই।আগে চাকরী পেয়ে যাই,তারপর।
- চাকরী পাওয়ার পর তুমি একটা বাসা ভাড়া নিও।ভালো দেখে,যে বাসায় বারান্দা থাকবে আর ছাদ ও থাকবে।
- আচ্ছা।
- তারপর সুন্দর করে বাড়িটা সাজাবে।একটা বেড কিনবা,একটা তোষক,একটা বালিশ, একটা চাদর,আর ছোট ছোট কিছু হাড়ি পাতিল ও নিতে হবে।
- ঠিকাছে নীলাম্বরী।নতুন সংসার টা নতুন ভাবে শুরু করবো আমরা।
- হ্যা,দুজনের একটা ই ব্রাশ থাকবে কিন্তু।
এরপর আমি হেসে উঠলাম।নীলাম্বরী ও হাসলো।আমি বললাম, সবই তো ঠিক আছে গো।আমরা বাচ্চা নেবো না?
- এখুনি? কি যে বলোনা তুমি।আগে আমরা নিজেদের মত লাইফটা এনজয় করে নেই।তারপর বাচ্চাকাচ্চা।
- উম,কয়টা বাচ্চা নিবো আমরা?
- চৌদ্দটা।
আমি অবাক হয়ে বললাম, চৌদ্দ টা! কি বলো?
- হ্যা।তোমার কষ্ট হলে এগারো টা নিবো।
- কষ্ট আমার হবেনা। তোমার হবে।
নীলাম্বরী হাসল।তারপর বলল,আমাদের একটা ছেলে আর একটা মেয়ে হলে ভালো হবে।আচ্ছা ওদের নাম কি হবে?
আমি একটু ভেবে বললাম,ভেবেচিন্তে ঠিক করতে হবে।
- হুম।মনে হচ্ছে এক্ষুনি আমাদের বেবি হবে?
বলেই হাসতে লাগলো।আমিও হাসলাম ওর সাথে।আর কিছুক্ষণ পরেই ভোরের অন্ধকার কেটে সকাল হয়ে গেলো।
সকাল হবার পরপর ই ম্যানেজার এসে নাস্তা দিয়ে গেলো।আমি ওনাকে আবারো কিছু বকশিশ দিয়ে বিদায় নিলাম।আমরা এখুনি বেড়িয়ে পড়বো।
নীলাম্বরী কে নিয়ে রাস্তায় চলে আসলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই অটো চলে আসল।অটো তে উঠে বাস স্ট্যান্ডে আসলাম ওকে বাসে তুলে দেয়ার জন্য।কিন্তু এখানে এসে ঘটল আরেক বিপত্তি! বাস স্টেশনে ওর একজন মামার সাথে দেখা হয়ে গেলো। মামা আমার সাথে ওকে দেখে রাগে আগুন হয়ে গেলো।নীলাম্বরী বাসায় ফোন দিয়ে বলেছিল ওর বান্ধবীর বাসায় আটকে গেছে বৃষ্টির কারণে।কিন্তু বান্ধবী না হয়ে বন্ধুর সাথে দেখে মামা ওকে ভীষণ ধমক দিলো।আমার সাথে কোনো কথা না বলেই ওকে নিয়ে বাসে গিয়ে উঠল।নীলাম্বরীর সাথে আমার আর কোনো কথা হলোনা।ও শুধু জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলো আমাকে।তারপর আমি ওকে হাত নেড়ে বিদায় জানালাম।
.
বিকেল হয়ে গেলো এখনো নীলাম্বরী কল দিলো না।আমি কল দিবো দিবো করেও দেয়ার সাহস পেলাম না।ও তো মামা বাড়িতে আছে।এখন ফোন দিলে সমস্যা হতে পারে।তাই অপেক্ষা করতে লাগলাম।
কিন্তু সময় দ্রুত পেড়িয়ে যেতে লাগলো।নীলাম্বরী কল দিলো না।আমি অস্থির হয়ে উঠলাম। ও কি সুযোগ পায়নি? নাকি ওর কাছে ফোন নেই? ওর কোনো বিপদ হলো না তো?
ভাবতে ভাবতে কল দিলাম ওর নাম্বারে।কিন্তু রিসিভ হলোনা ফোন।প্রায় বিশ বারের মত কল দিলাম।রিসিভ হলোই না।তারপর থেকে আর কল ও ঢুকলো না।নাম্বার বন্ধ দেখাচ্ছে।আমার খুব টেনশন শুরু হয়ে গেলো। এভাবে যোগাযোগ বন্ধ হয়ে গেলো কেন? ওর কি সত্যিই সমস্যা হয়েছে কোনো?
রাতের খাবার খেতে পারলাম না।নীলাম্বরী কে আমি নিজের চেয়েও বেশি ভালবাসি। সেই নীলাম্বরী যখন ফোন দিচ্ছেনা,তখন খাবার ভিতরে ঢুকবে না।কি যে করবো বুঝতে পারছি না।নাম্বার টাও বন্ধ!
সারারাত ছটফট করে কাটলো আমার।পুরো রাত জুরে ওকে কল দিয়েই যেতে লাগলাম। কিন্তু নাম্বার আনরিচেবল! আমার মরে যেতে ইচ্ছে করছে।ওকে ছাড়া কিভাবে থাকবো আমি? নিশ্চয় ই কোনো সমস্যা হয়েছে ওর? কি করা উচিৎ এখন আমার?
.
[IMG]https://dl4.wapkizfile.info/ddl/0702519ffb7fb8b68bbaca3f0f0a7d3e/smsudipbd+wapkiz+mobi/7-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
সকালেও কিছু খেতে পারলাম না।বাসার সবাই কারণ জানতে চাচ্ছে।কিন্তু কাউকে কিছু বলতে পারলাম না।নিজে নিজেই কষ্ট পেয়ে মরছি।
বেলা এগারো টায় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো।রিসিভ করতেই নীলাম্বরীর কান্না ভেজা কণ্ঠ শুনতে পেলাম। ও কাঁদতে কাদতে বলল,নীলাভ্র আমার বাসায় খুব সমস্যা হয়েছে।গতকাল মামা আমাকে সোজা বাসায় নিয়ে এসেছে।আমার সৎমাকে আমার নামে অনেক বাজে কথাও বলেছে।মা আমাকে খুব মেরেছে নীলাভ্র। খুব অত্যাচার করেছে।
নীলাম্বরীর কথা শুনে একেবারে থ হয়ে গেলাম আমি।কি বলছে ও এসব?
নীলাম্বরী বলল,নীলাভ্র আমি তোমার কাছে যাবো। আমি এখানে থাকতে পারছিনা।আমার দম বন্ধ হয়ে আসছে।
- একটু ধৈর্য ধরো নীলাম্বরী।আমি আর কদিন পরেই তোমাকে নিয়ে আসবো।
-মা সবসময় ই আমাকে মারে।আমাকে একদম ই সহ্য করতে পারেনা।সেই মা এসব শুনার পর কি কি করতে পারে তোমার ধারণা আছে? আমার মোবাইল নিয়ে রেখে দিয়েছে।আমাকে কিচ্ছু খেতেও দেয়নি কাল থেকে।
নীলাম্বরী'র কথা শুনে অনেক আঘাত লাগলো বুকে।আমার প্রিয়তমা না খেয়ে আছে!
বললাম, চিন্তা করোনা।আমি দুদিন বাদেই নিয়ে আসবো বলেছি তো।আর কয়টা দিন সহ্য করো প্লিজ?
- লাগবে না।আমার জন্য কিচ্ছু করতে হবেনা।আমি মরে গেলে আসিও।
বলেই ফোন কেটে দিলো।এরপর কয়েক বার কল দিলাম কিন্তু নাম্বার টা বন্ধ দেখাচ্ছে।এখন কি উপায়? কেন ওকে সান্ত্বনা না দিয়ে ওভাবে বললাম আমি? ওর কষ্টের ভাগ টাও নিতে পারলাম না!
নিজেকে অপরাধী মনে হতে লাগলো।ওর এই দুঃসময়ে আমি ওর পাশে থাকতে পারলাম না।কি করবো এখন?
এরপর অসংখ্যবার নীলাম্বরীর নাম্বারে কল দিলাম।একবার রিসিভ করে একজন মহিলা কর্কশ
.jpg)
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।