[Love story] একটি বৃষ্টিভেজা রাত (season 2) পর্ব ৫
লেখক: SMsudipBD About 2020s ago |
একটি বৃষ্টিভেজা রাত (season 2)
পর্ব ৫
#Neer_Nilavro
নীলাম্বরীকে বুকের কাছে শক্ত করে চেপে ধরে আছি।ও কোনো নড়াচড়া না করে শান্ত হয়ে আছে।আমি ওর চুলে হাত বুলাতে বুলাতে বললাম, তোমার শরীর এত সফট কেন?
ও কোনো শব্দ করলো না।আমি আবারো বললাম, এই নীলাম্বরী..
এবার ও ওর কোনো সাড়াশব্দ নেই।আমি আস্তে করে ওর মুখটা তুলে ধরতেই দেখি ওর চোখ ভেজা।আমি চোখ মুছে দিয়ে বললাম, কি হয়েছে পাগলী?
- আমি তোমাকে খুব ভালোবাসি নীলাভ্র। খুবই ভালোবাসি। আমাকে কক্ষনো ও ছেড়ে যেওনা প্লিজ।
- যাবো না পাগলী মেয়ে।আর কতবার বলবো বলোতো?
- যতবার আমি ভয় পাবো তোমাকে হারানোর।
বলতে বলতে আরো জোরে চেপে ধরতে লাগলো।আমি ওকে বললাম, ভালবাসি বলেই তো কত কষ্ট করে খুঁজে বের করেছি তোমাকে।ভুকে গেছো সেসব কথা?
- না ভুলিনি।তবুও খুব ভয় হয় নীলাভ্র।আমাকে ছুঁয়ে কথা দাও,কক্ষনো যাবেনা আমায় ছেড়ে।
- এই তোমায় ছুঁয়ে বললাম,কোনোদিনও যাবো না।
নীলাম্বরী মাথা তুলে সোজা হয়ে বসল।কয়েক মুহুর্ত পর আমি বললাম, কি ভাবছো?
- ঝড় বাড়ছে।
- হ্যা।ক্রমশ ই বেড়ে যাচ্ছে।
- আমার ভিতরেও ঝড় বাড়ছে নীলাভ্র।
- মানে!
- এই দেখো।
নীলাম্বরী আমার একটা হাত নিয়ে ওর বুকে চেপে ধরলো।আমি বুঝলাম খুব দ্রুত হৃদস্পন্দন হচ্ছে।এভাবে অনেক্ষণ কেটে গেলো।কিন্তু হাতটা সরিয়ে নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি।ও শক্ত করর হাতটা সেখানেই চেপে ধরে আছে।আমিও আর হাত সরানোর চেষ্টা করলাম না।এক অন্যরকম স্পর্শ অনুভব করছি।এত সুন্দর কেন ওর স্পর্শ!
নীলাম্বরী বলল,আমার খুব ভালো লাগছে নীলাভ্র।
- আমার ও।
- জানো, মাঝেমাঝে কি হয় আমার?
- কি হয়?
- আমিতো আমার ছোটবোনের সাথে ঘুমাই।মাঝেমাঝে ঘুমের ঘোরে ওকে বুকে চেপে ধরে তোমার নাম উচ্চারণ করি।একদিন ঘুম থেকে উঠার পর ও বলল,অনেককিছু নাকি করি ঘুমের মাঝে।
- হা হা হা।কি কি করো?
- বলবো না।
- আমাকে ও বলা যায়না?
- না।তুমি কোলবালিশের সাথে কি কি করো আমাকে তো বলোনি।
- আমি কোলবালিশ কে জড়িয়ে ধরি,শক্ত করে বুকে চেপে রাখি আর...
- আর কি?
আমি আর কিছু না বলেই ওর মুখটা ধরে পাগলের মত চুমু খেতে শুরু করলাম। আমি জানিনা হঠাৎ আমার কি হয়ে গেলো।কেন যেন নিজেকে সামলাতে পারলাম না।ঝাঁপিয়ে পড়ে পাগলের মত ওর ঠোটে,মুখে অনেক চুমু খেলাম।তারপর গলায় অসংখ্য চুমু খেলাম।নীলাম্বরী আমার মাথাটা শক্ত করে চেপে ধরছে ওর বুকে।আমি ওকে জড়িয়ে ধরে আবেগে,ভালবাসায় চুমুতে চুমুতে রাঙিয়ে দিলাম ওর মুখ!
ও আমাকে দুহাতে কাছে টানছে।আমিও নিজেকে উজার করে ওকে ভালোবাসতে শুরু করলাম।ওর কাঁধে ও গলায় অসংখ্য চুমু দিলাম।
.
কতক্ষণ এরকম পাগলামো চললো জানিনা।ও আমার বুকে লুকিয়ে শক্ত করে ধরে রইলো আমায়।আমিও ওকে ধরে আছি চুপ করে।কিন্তু নিজেকে সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে।
নীলাম্বরী বলল,আর কোনো দুষ্টুমি করবে না বলে দিচ্ছি।
- করলে কি হবে?
- উহু,করবে না
- একটা দিন একটু দুষ্টুমি করলে কিইবা হয়ে যাবে তাতে।
- আমি বড্ড ভয় পাই।নো দুষ্টুমি, ওকে?
- যেটুকু পেয়েছি সেটাই তো আমার কাছে অনেক কিছু গো।আর কি চাই বলো?
নীলাম্বরী আমার বুকে মিশে যেতে চাইছে।আমি ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, ঘুমাবা?
- এত রাত টাকে ঘুমিয়ে নষ্ট করতে চাইনা।
- বিয়ের পর কিন্তু আর ঘুমানো হবেনা বলে দিচ্ছি।
নীলাম্বরী বলল,কেন? কি করবো সারারাত?
- প্রতি রাত অভাবনীয় সুন্দর হয়ে উঠবে।
নীলাম্বরী হঠাৎ উঠে বসলো।আমিও অন্ধকারে ওর হাতে হাত রেখে উঠে বসলাম।জিজ্ঞেস করলাম, কি হয়েছে?
নীলাম্বরী বলল,জানো নীলাভ্র।আমার এ জীবন টা খুব কষ্টের।ছোট্ট থেকেই অনেক কষ্ট সইতে হচ্ছে আমাকে।
আমি অবাক হয়ে বললাম, মানে!
- তোমাকে কখনো এই কথাগুলি বলিনি নীলাভ্র।আমার নিজের মা নেই।সেই ছোট্টবেলায় আমাকে ছেড়ে চলে গেছে।বাসায় আমার সৎ মা।সবসময় নির্যাতন করে আমাকে।
আমি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে।এই কঠিন সত্যটি ও এতদিন লুকিয়ে রেখেছিল কেন? আমাকে বলতে কি অসুবিধা ছিলো?
ও বলল,ভেবেছিলাম এর পর যেদিন তোমাকে অনেক কাছে পাবো সেদিন বলবো আমার কষ্টের কথাগুলি।আমাকে অনেক গালি শুনতে হয় প্রতিদিন।মাঝেমাঝে মার ও খেতে হয়।আমার জীবনে অনেক কষ্ট নীলাভ্র।
আমি ওকে ধরে বললাম, আমি তোমার সব কষ্ট দূর করে দিবো পাগলী।তুমি আজীবন এ বুকে থাকবে।সবসময় আগলে রাখবো তোমাকে।আর কখনো কোনো ঝড় আসতে দিবো না।
নীলাম্বরী কাদতে কাঁদতে বলল,কবে নিয়ে আসবে আমায়?
- তুমি বাসায় গিয়ে আর কিছুদিন কষ্ট করে থাকো প্লিজ।আমি এরই মধ্যে একটা চাকরি জোগাড় করে ফেলবো।তারপর তোমাকে নিয়ে আসবো।
- যদি বাসায় রাজি না হয়?
- তাহলে তুমি সব ছেড়ে আমার কাছে চলে আসবে।পারবে না?
নীলাম্বরী কাঁদছে।ওর বোধহয় বিশ্বাস হচ্ছেনা আমার কথা।খুবই আবেগ প্রবণ হয়ে পড়েছে ও।আমি বললাম, তুমি চিন্তা করোনা একদম।এই কথাগুলো আগে কেন বলোনি আমাকে? আগে বললেই তো আমি আরো অনেক আগেই তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করতাম।
[IMG]https://dl4.wapkizfile.info/download/9c57a0fd0bbb0123857ef58479c02ec0/b963c4699574024f0fabb7261b16c781/smsudipbd+wapkiz+mobi/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF_%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BE_%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4_(2).jpg[/IMG]
নীলাম্বরী নিরবে কাঁদছে।আমি অন্ধকারেই ওর মুখটা ধরে কপালে একটা ছোট্ট চুমু একে দিলাম।তারপর ওকে বুকে চেপে ধরে বললাম, আমি আছিতো পাগলি।তোমার নীলাভ্র তোমাকে কোনো আঘাত পেতে দেবেনা।
- সত্যি বলছ?
- হ্যা গো।সত্যি বলছি।
- আমাকে সবসময় আগলে রাখবে তোমার বুকে?
- হ্যা রাখবো।
- তাহলে তাড়াতাড়ি একটা জব ম্যানেজ করে ফেলো প্লিজ।আমি তোমার কাছে চলে আসবো।
- অবশ্যই।কিন্তু একটা শর্ত আছে।
নীলাম্বরী অবাক হয়ে বলল,শর্ত! কি শর্ত বলো?
- বিয়ের পর প্রত্যেক দিন রাতে আমাদের বাসর হবে।
- যা দুষ্টুটা।
- কই যাবো?
- যেখানে খুশি যাও।
- আচ্ছা যাচ্ছি।
আমি চলে যাওয়ার জন্য উঠে দাড়াতেই ও আমার হাত টেনে ধরে কাছে টানলো।তারপর বলল,কই যাচ্ছো শুনি?
- তুমিই তো বললে যেতে?
- তাই বলে তুমি চলে যাবা?
- যেতে বললে যাবো না?
একথা শুনে নীলাম্বরী আবারো মার শুরু করে দিলো।কয়েক টা মার দিয়েও ক্ষান্ত হলোনা।সমানে আমার চুল টানতে লাগলো।আমিও মারামারি শুরু করে দিলাম।অন্ধকারে অজান্তেই নীলাম্বরী'র বুকে হাত চলে গেলো।সাথে সাথেই ও একদম নিস্তব্ধ হয়ে আমাকে জড়িয়ে ধরলো।আমি হাসতে হাসতে বললাম, কি হল বেবি? তোমার মারামারি করার এনার্জি শেষ?
নীলাম্বরী আমার বুকে মুখ লুকাতে লুকাতে বলল,উহু।তোমার স্পর্শ এত সুন্দর কেন? এত ভালো লাগে আমার।
- সত্যি! তাহলে আবারো দিবো নাকি?
- কি দিবে?
একটু আলতো করে ছুঁয়ে দিবো?
- উ
.jpg)
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।