[Love story] একটি বৃষ্টিভেজা রাত (season 2) পর্ব ২
লেখক: SMsudipBD About 2020s ago |
#Neer_Nilavro
অনেক্ষণ দুজনেই চুপচাপ।আমি সিনেমা দেখার ফাঁকেফাঁকে বারবার নীলাম্বরীর দিকে তাকাচ্ছিলাম।ও শুধু মুচকি হাসছে।
বললাম,তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে গো।
- আমি কি দেখতে খারাপ?
- সেটা বলিনি।তবে এখন একটু বেশিই মিষ্টি লাগছে।
- মিষ্টি তোমার পছন্দ?
- হ্যা।
- তাহলে আবার ভুল করে খেয়ে ফেলো না যেন।
বলেই হেসে উঠল।আমি ওকে আরেকটু কাছে টেনে নিয়ে ওর কোমর টা শক্ত করে ধরলাম।আমার দারুণ অনুভূতি হচ্ছে।নীলাম্বরী আরো একটু কাছে এসে আমাকে জড়িয়ে রইলো।
এভাবে অনেক্ষণ ধরে দুজনে সিনেমা দেখলাম।সামনের সিটে দুজন প্রেমিক প্রেমিকা যুগল একে অপরের ঠোটের সাথে মিশে গিয়েছে।নীলাম্বরী লজ্জা পেয়ে বলল,এরা কি সিনেমা দেখতে এসেছে নাকি করতে এসেছে?
- দুটোই।
- আর আমরা?
- আমরাও দুটোই।
-কই কিছুই তো করছো না।
কথাটা বলেই আবারো হাসলো।আমি ওকে আরো কাছে টেনে নিয়ে বললাম, করে দেখাবো নাকি?
- না বাবা লাগবে না।থাক,
- কেন? ইচ্ছে করেছো যখন?
নীলাম্বরী হেসে বলল,সময় হলে সব হবে।এখন নয়।
আমিও হাসলাম।এরপর আরেকটা চিপস বের করে খাওয়া আরম্ভ করলাম।আমি একটা করে মুখে দিচ্ছি আর নীলাম্বরীর মুখেও তুলে দিচ্ছি।ও আপন মনেই হাসছে আর আমার নখে কামড়ানোর চেষ্টা করছে।আমিও ওর দুষ্টুমি তে মেতে উঠেছি।এভাবেই চলে গেলো অনেকটা সময়।
বিরতির পরের শো শুরু হওয়ার পরে দুজনে চুপচাপ দেখতে লাগলাম সিনেমা।বেশ ভালোই লাগছে।নীলাম্বরী আমার হাত চেপে ধরে আছে।সুখের আবেশে হারিয়ে যাচ্ছি ওর মাঝে।
নীলাম্বরী বলল,আচ্ছা নীলাভ্র একটা কথা বলবে?
- কি কথা?
- ছেলেরা বেশি ভালোবাসে,নাকি মেয়েরা?
- মেয়েরা।
- উহু,ছেলেরা।
- মেয়েরা...
- না,ছেলেরা...
এভাবে বেশ কিছুক্ষণ ঝগড়া চললো।নীলাম্বরী দারুণ ঝগড়াটে মেয়েরে বাবাহ! কিছু বললেই ঝগড়া শুরু করে দেয়।আমি শুধু হাসি ওর কথায়।
দেখতে দেখতে সিনেমা শেষ হয়ে গেলো।দুজনে আড়মোড়া ভেঙে উঠে পড়লাম।বাইরে এসে দেখি বেশ রোদ! নীলাম্বরী একটা রিক্সা ডেকে উঠে পড়লো। আমিও উঠলাম ওর পাশেই।রিক্সা চলতে শুরু করলো।তখন অন্ধকারে ওকে একরকম লাগছিল,এখন দিনের আলোয় আরেকরকম! দারুণ সুন্দর ও।অনেক ভাগ্য করে পেয়েছি বলতে হবে।
নীলাম্বরী বলল,এখন কোথায় যাবো আমরা?
- এখানে একটা ভালো পার্ক আছে।সেখানে বসতে পারি।
- চলো তাহলে।তুমি যেখানে নিয়ে যাবা,সেখানেই যাবো।
- লিটনের ফ্লাটে যাবা?
কথাটা বলে নীলাম্বরীরর দিকে তাকিয়ে দেখি ও ভীষণ ক্ষেপে গেছে।রাগলে ওকে আরো সুন্দর দেখায় সেটা মানতেই হবে।রেগে বলল,তাইনা? নেমে যাবো রিক্সা থেকে?
- আরে বাবা মজা করেছি তো।
- মেরে নাক ফাটিয়ে দিবো একেবারে।
- ফাটাও দেখি।
আমি মুখ টা এগিয়ে দিলাম ওর দিকে।ও হঠাৎ ই বেশ জোরে ঘুষি বসিয়ে দিলো আমার নাকে।এমন সাংঘাতিক মেয়েরে বাবাহ! আমি চেঁচিয়ে উঠলাম।রিক্সাওয়ালা পেছন ফিরে তাকালেন আমার দিকে।নীলাম্বরী ওনাকে বললেন, সরি মামা।উনি আবারো সামনে তাকিয়ে রিক্সা চালাতে লাগলেন।পিছন থেকে দেখেই মনে হচ্ছে,সে হাসছে!
আমি বললাম, লেগেছে।
- খুউউউব?
- হ্যা।এত জোর তোমার হাতে।
- তুমিই তো নাক এগিয়ে দিলে।আর নাক এগিয়ে দিলে ঘুষি তো মারতেই মন চায়।চায়না বলো?
আমি দুষ্টুমি করে বলল,ঠোট এগিয়ে দিলে কি মন চাইবে নীল পরি?
নীলাম্বরী লজ্জায় লাল হয়ে উঠল।কথাটা সত্যিই লজ্জা লাগার মত।আমি মুখ টিপে হাসলাম।কিছুক্ষণের মধ্যেই পার্কে পৌছে গেলাম।রিক্সা থেকে নেমে টিকেট কেটে পার্কে ঢুকে পড়লাম।
.
দুজনে আস্তে আস্তে হাটতে হাটতে এগোচ্ছি।কোথায় বসবো ঠিক করতে পারছিনা।হাটতে গিয়ে কখন যে অজান্তেই নীলাম্বরীরর হাত ধরে ফেলেছি বুঝতেই পারিনি।হাত ধরে হাটার মাঝে একটা আনন্দ আছে সেটা আজই বুঝতে পারলাম।
নীলাম্বরী একটা জায়গা দেখিয়ে দিয়ে বলল,ওখানে বসি চলুন?
- হ্যা চলো।
এরপর একটা গাছের নিচে বেঞ্চে এসে বসলাম।পিছনে বেশ সুন্দর ঝাউগাছের মতন গাছ! এখানে আড়ালে নির্জনে কেউ বসে থাকলেও বাইরে থেকে দেখা যাবেনা।আমি নীলাম্বরীর হাত ধরে রইলাম।
ও বলল,আমাদের প্রেমটা খুব অন্যরকম ভাবে শুরু হয়েছে তাইনা?
- হুম।
- তুমি যদি আমাকে খুঁজে বের না করতে,আমার খুব কষ্ট হতো সত্যি।
- আর আমার বুঝি হতোনা?
- হুম।এত ভালোবাসো কেন আমাকে?
আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম,ওই চোখে কি যেন আছে।মায়ায় জড়িয়ে ফেলেছে আমাকে।নীলাম্বরীর ঠোট দুটো গোলাপি আভা ধারণ করেছে।আমার ইচ্ছে করছে হাত দিয়ে একবার ছুঁয়ে দেখি।
বললাম, তোমার ঠোট টা একটু ছুঁয়ে দেখি?
নীলাম্বরী চমকে উঠে বলল,উহু।
- দেখি না?
- উহুম না,
[IMG]https://smsudipbd.wapkiz.mobi/download/dl4/9c57a0fd0bbb0123857ef58479c02ec0/smsudipbd+wapkiz+mobi/2-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
খেয়াল করে দেখলাম নীলাম্বরী লজ্জায় লাল হয়ে যাচ্ছে।এত লজ্জা কেন মেয়েটার? আমি একটা আঙুল দিয়ে ছুঁয়ে দেখলাম ওর ঠোট।ওর সেই সুন্দর ঠোট দুটো যেন কেপে উঠল।আমি বললাম, তুমি আমাকে তাবিজ করেছ নাকি?
- না তো।কেন?
- এই যে ধীরেধীরে তোমার প্রেমে পাগল হয়ে যাচ্ছি।
নীলাম্বরী হাসলো।তারপর ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে দিয়ে বলল,এটা তোমার জন্য।
- কি এটা?
- খুলেই দেখো।
আমি প্যাকেট টা খুলতেই দেখি একটা সুন্দর শার্ট! বেশ ভালো ডিজাইন আর জিনিস টাও ভালো। অবাক হয়ে বললাম, এটার কি দরকার ছিলো?
- পড়ো দেখি কেমন লাগে?
আমি পার্কে কিছুতেই ওটা পড়তে চাইলাম না।নীলাম্বরী জোর করেই আমাকে পড়িয়ে দিলো।তারপর বলল,বাহ! বেশ মানিয়েছে শার্ট টা তোমাকে।
নীলাম্বরী অনেক্ষণ তাকিয়ে রইলো আমার দিকে।আমাকে কেমন লাগছে জানিনা কিন্তু ওর মুগ্ধ দৃষ্টি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
.jpg)
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 1 টি আছে।
Need Login or Sing Up