#গল্প:বসের অহংকারি মেয়ে যখন বউ পর্বঃ২
লেখক: SMsudipBD About 2020s ago |
কয়েকজন এলো আর আমাকে উরাধুরা মারতে লাগলো ।
কিছুক্ষনপর
সিমিঃ স্টপ ।
সিমির কথাতে ওরা আমাকে ছেড়ে দিল ।
সিমিঃদেখছিস আমাকে শুধু একটা থাপ্পড় মারার ফল ?
আমিঃসরি আপু ।আর এরকম হবে না ।
সিমিঃযা এখান থেকে ।
আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলাম ক্লাসরুমে ।
সবাই আমার দিকে তাকিয়ে হাসছে আর বিভিন্ন রকম কথা শুনাচ্ছে ।
ওদের কথায় অনেকটায় খারাপ লাগছিল ।তাই কেন্টিনে গিয়ে বসে থাকলাম ।
একটুপর কে এসে যেন আমার কাধে হাত রাখলো ।
পিছনে ঘুরতেই দেখি সাথি আপু দাড়িয়ে রয়েছে ।
সাথি আপুঃকি হয়েছে রে তোর ?
আমিঃকিছুনা
সাথি আপুঃতাহলে ক্লাস বাদ দিয়ে এখানে কেন বসে আছিস ?
আমিঃভালো লাগছে না তাই ।
সাথি আপুঃএ কি তোর কপাল থেকে রক্ত পড়ছে কেন ?
আমিঃপড়ে গেছিলাম তাই ।
সাথি আপুঃআমাকে বোকা পেয়েছিস তাই না ?বল কে মেরেছে ?
সিমিঃআমি মেরেছি ।
সাথি আপুঃতুই ওকে কেন মেরেছিস ?
সিমিঃআমার সাথে বেয়াদবি করেছে আর চড় মেরেছে তাই ।
সাথি আপুঃও ত ঠিক ভাবে কথাই বলতে পারে না ।তাহলে তোর সাথে কি বেয়াদবি করলো ?
সিমিঃকি তুই ওই হ্যাবলা ছেলেটার কারনে আমাকে কথা শুনাচ্ছিস ।
সাথি আপুঃহ্যাবলা আছে ভালো কথা তবে তোর মত অহংকারি না ।
আমিঃআপনার আমার কারনে নিজেদের মধ্যে ঝগড়া করিয়েন না প্লিজ ।
সিমিঃঠাসসসস ।হ্যাবলা কোথাকার তোর কারনে আজ আমার বেষ্টফ্রেন্ড আমাকে কথা শুনাচ্ছে ।
সাথি আপুঃতুই ওকে আবার কেন চড় মারলি ?
সিমিঃআজ তুই বেছে না হয় আমাকে না হয় ওই ছেলেটাকে ।
আমিঃকেউ কাউকে বেছে নিতে হবে না ।আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি ।
।
আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম ।আমি চাইনা আমার কারনে কারো বন্ধুত্ব নষ্ট হোক ।
আমার মার খেতে খেতেই মনে হয় জীবনটা যাবে ।
গোসল করে খেয়ে দেয়ে ঘুমিয়ে গেলাম ।
বিকালে উঠে বাইরে হাটছিলাম ।
তখন সিমির সাথে দেখা ।
আমি সেখান থেকে চলে আসছিলাম আর ঠিক তখনি
সিমিঃএই হ্যাবলা শুন এখানে ।
আমিঃজি আপু কিছু বলবেন ?
সিমিঃতুই এখানে কি করছিস ?
আমিঃআমার বাসা এখানেই ।
সিমিঃহুম যা এখন এখান থেকে ।
আমি তাড়াতাড়ি বাসায় চলে গেলাম ।
না জানি আবার কি করে বসে ।
এসব অহংকারি মেয়েদের উপর বিশ্বাস নেয় ।যখন যা ইচ্ছা করে দিতে পারে ।
এদের থেকে যতটা দুরে থাকা যায় ততটাই মঙ্গল ।
বাসায় এসে রুমে শুয়ে শুয়ে গেম খেলছিলাম ।
কে যেন কলিংবেল বাজালো ।
আমি নিচে গেলাম না ।
কারন এই যায়গায় আমার পরিচিত বলতে কেউ নেয় ।
একটু পরে আম্মু রুমে এলো ।
আম্মুঃনিচে কেন যাসনি ?
আমিঃকেন ?
আম্মুঃতোর রফিক আংকেলের মেয়ে এখানে এসেছিল ।
আমিঃহুম ভালো ।এখন যাও আমি ঘুমাব ।
আম্মু চলে গেল ।রফিক আংকেল হচ্ছে আব্বুর ছোটবেলার বন্ধু ।ওনার একটা মেয়ে আছে ।ছোটবেলায় দেখেছিলাম তাই কিছু মনে পড়ছে না ।
এত তাড়াতাড়ি ত ঘুম ও আসবে না ।
পড়তেও মন চাচ্ছে না ।
মনটা অনেক খারপা করছে ।
ফেসবুকে ঢুকলাম একটু ।
তাও ভালো লাগছে না ।
তাই গান শুনতে লাগলাম ।
গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি কিছু টেরই পায় নি ।
আম্মু এসে সকালবেলা আমাকে ডেকে দিল ।কানে হেডফোন থাকায় মাথাটা ব্যাথা করছে ।সারারাত গান বেজেছে ।
যার কারনে মাথা টা ব্যাথা করছে ।আর ফোনের ব্যাটারি লো ।
ফোনটা চার্জ দিয়ে ফ্রেশ হতে গেলাম ।
ভার্সিটির এখনো অনেক টাইম আছে ।
খেয়ে এসে একটু পড়তে বসলাম ।
মাথা ব্যাথার কারনে পড়তেও মন চাচ্ছে না ।আম্মুকে বললে ত ঝাটা পিটা করবে ।
রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম ।
মাথাটা এখনো প্রচন্ড ব্যথা করছে ।
ভার্সিটিতে পৌঁছে কোনরকম ক্লাস রুমের কাছাকাছি গেলাম ।আর ধাসসসস করে পড়ে গেলাম ।
চিন্তা করিয়েন না অজ্ঞান হয়নি ।
কার সাথে যেন ধাক্কা খেয়েছি ।
আমি না দেখেই
আমিঃসরি
মেয়েঃসরি মানে দেখে চলতে পারেন না ?
আমিঃপারি তবে ম্যাথা ব্যাথার কারনে মাথা কাজ করছে না ।
আরো এমন কথা বলছিলাম তখনি সিমি এসে
সিমিঃঠাসসসস ।লুচ্চা কোথাকার মেয়ে দেখলেই মন আনচান করে তাই না ?
বাপরে বাপ এমনিতেই মাথা ব্যাথা তার উপর এত বড় চড় ।
একটুপরেই আরেকটা চড়ের আওয়াজ পেলাম ।
তাকিয়ে দেখি সাথি আপু সিমিকে একটা চড় মেরেছে ।
সিমিঃতুই আমাকে কেন মারলি ?
সাথিঃতুই কেন ওকে মারলি ।
সিমিঃতুই ওর কারনে আমাকে মারলি ত ।ঠিক আছে ওই ছেলেটাকে যদি এই ভার্সিটি থেক না তাড়ায় তাহলে আমার নাম সিমি নয় ।আর হ্যাবলা তোকে বলে দিচ্ছি যেদিন সুযোগ পাব সেদিন তোকে মজা বুঝাবো ।
আমি দৌড়ে বাসায় চলে এলাম ।
কতবড় করে হুমকি দিচ্ছে ।
আমি আর ১ সপ্তাহ ভার্সিটি যাব না ।
যা বলা তাই কাজ ১ সপ্তাহ ভার্সিটি গেশাম না ।
এ কয়দিনে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে ।
আজ ১ সপ্তাহ পর ভার্সিটি যাচ্ছি ।
মনে হয় সব ঠিক হয়ে গেছে ।
আমি ভার্সিটি যেতেই কয়েকজন লোক আমাকে তুলে নিয়ে গিয়ে একটা ক্লাসরুমে ফেলে দিয়ে চলে আসলো ।
বাইরে থেকে দরজা বন্ধ করা ।
হঠাত্ পিছন থেকে হাসির আওয়াজ পাচ্ছি ।ঘরটা প্রায় অন্ধকার ।কোথাও ভুত টুত না ত ।ভয়ে আমার ১ নম্বর চলে এসেছে ।
মেয়েটা একটু এগিয়ে আসলো ।
এ ত সিমি
সিমিঃকি হয়েছে সোনা ভয় পেয়েছ নাকি?
আমিঃআপু আমাকে যেতে দিন ।আমি বাড়ি যাব ।
সিমি তার শার্টের হাতা গুলো ছীড়ে ফেলে দিল ।
প্যান্ট আগে থেকেই ছিড়া আছে ।
হঠাত্ আমাকে জড়িয়ে ধরলো আর বাঁচাও বাঁচাও বলে চেচাতে লাগলো ।
চলবে...
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।