[Love story] গল্প:বসের অহংকারি মেয়ে যখন বউ By SMsudipBD
লেখক: SMsudipBD About 2020s ago |
আম্মুঃরিফাত এই রিফাত
আমিঃউমমমম
আম্মুঃভার্সিটি যাবি না ?
আমিঃনা
আম্মুঃকি বললি আজ প্রথম দিন আর
আজকেই যাবি না
আমিঃনা মানে যাব
আম্মুঃখেতে আয়
আমিঃতুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি।
আম্মু চলে গেল ।
আমি ফ্রেশ হতে ঢুকলাম ।
যতক্ষনে ফ্রেশ হচ্ছি ততক্ষনে
আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দি
।
আমি হলাম মোঃরিফাত আলি ।
বাবা মায়ের বড় ছেলে ।
আমার একটা ছোট ভাই আছে ।
আমি ফ্রেশ হয়ে গেলাম ।
বাকি পরিচয় পরে একদিন বলা যাবে ।
আসলে আজ আমার ভার্সিটির প্রথম দিন
।কিন্তু আমি যেতে ভয় পাচ্ছি ।
কারন আমি শুনেছি ভার্সিটিতে নাকি
নতুনদের রেগিয় করায় ।
এমনিতেই আমি অনেক ভিতু তার উপর
যদি আজকে উল্টা পাল্টা কিছু করিয়ে
নেয় তাহলে ত আমি শেষ ।
আম্মুঃকি হলো তাড়াতাড়ি আয়
আমিঃআসছি
আমি নিচে গেলাম
আম্মু আমাকে খেতে দিলো ।
আমিঃআম্মু
আম্মুঃবল
আমিঃআজকে আমার সাথে ভার্সিটি চলো
না ?
আম্মুঃকেন?
আমিঃআজকে আমার ভয় করছে ।
আম্মুঃনা একাই যা
আমিঃচলোনা
আম্মুঃতোর থেকে ত তোর ছোটটা বেশি
সাহসি ।
পিছন থেকে হাসির আওয়াজ আসছে ।
পেছনে তাকিয়ে দেখি আব্বু আর ছোট
ভাই দুজনে মিলে হাসাহাসি করছে ।
ভাইঃদেখেছ আব্বু বলেছিলাম না আমি
ভাইয়ার থেকে বেশি সাহসি
আব্বুঃহাহাহাহা এখন ত তাই দেখছি ।
আমিঃআব্বু তুমি আমার সাথে চলো না
আব্বুঃআজকে একটা মিটিং আছে তাই
যেতে পারবো না ।
আমিঃপ্লিজ আজকে চলো না ।
আব্বুঃআজ কোন ভাবেই যেতে পারব না
রে ।দরকার হলে বডিগার্ড নিয়ে যা ।
আমিঃথাক এসবের দরকার নেয় আমার ।
আমি একাই যেতে পারবো ।
আব্বুঃআচ্ছা তোর বডিগার্ডে এত
এলার্জি কেন ?
আমিঃআমি বিনা কারনে শো অফ করতে
পছন্দ করি না ।বাই
এই বলে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে
আসছিলাম ।কিন্তু পরক্ষনেই আবার
আব্বুর কাছে গেলাম ।
আমিঃটাকা দাও
আব্বুঃকেন ?
আমিঃটাকা না দিলে ভার্সিটিতে
কেমন করে যাব ।
আব্বুঃগাড়ি নিয়ে যা
আমিঃনা বাসেই যাব
আব্বুঃআচ্ছা এই নে টাকা
আব্বু ২০০০ টাকা দিল ।
আমিঃএত টাকা কিসের জন্য
আব্বুঃএই সপ্তাহের পকেট মানি
আমি টাকা নিয়ে চলে গেলাম ।
বাসে করে ভার্সিটির সামনে এসে
নামলাম ।
বাসায় ত অনেক রাগ দেখিয়ে এলাম ।
কিন্তু এখন ভার্সিটিতে ঢুকতে অনেক ভয়
করছে ।
কোন মতে ভিতরে ঢুকলাম ।
চারিপাশে তাকিয়ে দেখলাম যে কিছু
হচ্ছে কি না ।
নাহ সব ঠিক আছে ।
তারপরেও আমার ভয় করছে ।
ভাবছিলাম দৌড়ে ক্লাসে চলে যাব ।
কিন্তু আমি ক্লাসরুম চিনি না ।
হেটে হেটে যাচ্ছিলাম তখনি কে যেন
পিছন থেকে ডাক দিল ।
এই ছেলে বলে ডাক দিচ্ছিল ।
তাই ভাবলাম অন্য কাউকে হয়তো ডাকছে
।
কে যেন আমার কাধে হাত দিল ।
পিছনে ঘুরে দেখলাম এক ভাই ।
আমিঃজি কিছু বলবেন ?
ভাইটাঃতোমাকে ডাকছি শুনতে পাও না
।
আমিঃসরি ।জি বলেন কি বলবেন
ভাইটাঃআমি না ওখানে যাও
আমিঃওই গাছের ওখানে ?
ভাইটাঃহুম
আমি ওই গাছের ওখানে গেলাম ।
দেখলাম কয়েকটা ভাই দাড়িয়ে আছে ।
আমিঃআসসালামু আলাইকুম
ভাইয়ারাঃঅলাইকুম আসসালাম
আমিঃজি ভাইয়ারা কিছু বলবেন
ভাইয়ারাঃওই তোর ভাই কে রে ?
আমি ত ওদের দেখে অবাক ।
এরা সবাই মেয়ে ।
শার্ট প্যান্ট পরে আছে তাই বুঝতে
পারিনি এরা মেয়ে ।
আমিঃসরি আপু ।বুঝতে পারি নি
আপুরাঃহুম ঠিক আছে ।ভার্সিটিতে নতুন
এসেছিস ?
আমিঃজি আপু
আপুরাঃহুম ।নাম কি তোর ?
আমিঃরিফাত
আপুরাঃআচ্ছা এখন যা ।
আমিঃআমার ক্লাসটা কোনদিকে একটু
বলে দিলে ভাল হতো ।
আপুরাঃডানে গিয়ে ডানে যা প্রথমটাই
তোর ক্লাস ।
আমিঃধন্যবাদ
আমি আমার ক্লাসে চলে এলাম ।
ক্লাসে সবাই আমার দিকে অবাক চোখে
তাকিয়ে আছে ।
একটা ছেলেঃতোমাকে ওরা কিছু করে
নি ?
আমিঃনা তো ।আপুরা অনেক ভাল ছিল ।
একটা ছেলেঃতোমার ভাগ্য ভালো আজকে
সিমি ছিল না
আমিঃকেন সিমি আবার কে ?
একটা ছেলেঃওদের লিডার ।
ক্লাসে সার চলে আসায় আর কথা হলো না
।
সব ক্লাস শেষ করে ভার্সিটি থেকে
বাসায় ফিরছিলাম ।
তখনি আবার ওই আপুরা আমায় ডাক দিল ।
আপুরাঃকোথায় যাচ্ছিস ?
আমিঃবাসায়
আপুরাঃকেন তুই আড্ডা দিবি না ?
আমিঃনা দেরি হলে আম্মু চিন্তা করবে
।
আপুরাঃওলে আমাল আম্মুল বাবুটা ।এত বড়
ছেলে হয়েও আম্মুকে ভয় পাস ।
আমিঃআমি ভয় পায় না ,সন্মান করি ।
আপুরাঃচল
আমিঃকোথায় ?
আপুরাঃরেস্টুরেন্টে
আমিঃযাব না ।
আপুরাঃচুপ বেশি কথা বললে কিন্তু ভাল
হবে না ।তুই নতুন তারপরেও তোকে কিছু
করি নি এটা তোর ভাগ্য ।
আমি ত ভয়ে ঘামতে লেগেছি ।
আমিঃনা না আপু আপনার যা বলবেন তাই
করবো ।
আপুরাঃহাহাহাহা চল ।
ওদের সাথে হাটতে হাটতে
রেস্টুরেন্টে এলাম ।
ওরা ৪ জন আছে ।
আমাকে ১ দিকে বসালো আর ওর ২
সাইডে বসে আছে আর আমার দিকে
তাকিয়ে আছে ।
এক আপুঃতুই এত কিউট কেন রে ?
আরেক আপুঃশুধু কিউট কেন রে কত
হ্যান্ডসাম তাও ।
আরেক আপুঃতুই কি খেতে পাস না ?
আমিঃকেন আপু ?
আপুঃতাহলে তুই এত চিকনা কেন ?
আমিঃএমনিই
খাবার খেয়ে যখন বিল দিতে যাব তখন
আপুরা বললো বিল দিতে হবে না ।
ওনারাই বিল দিল ।আর আমার ফোন
নাম্বার নিল ।
বাসায় গেলাম ।
রাতে শুয়ে শুয়ে বই পড়ছি লাম তখন কে যেন ফোন দিল ।
আননোন নাম্বার ।
কয়েকবার ফোন করার পর ধরলাম ।
অপরপাশেঃকুত্তা এতক্ষন লাগে তোর ফোন ধরতে ?
আমিঃকে আপনি এভাবে গালি দিচ্ছেন কেন ?
অপরপাশেঃসাথি
[IMG]https://smsudipbd.wapkiz.mobi/download/dl4/43e15a090bd7c3f613ae8ef19c5a9612/smsudipbd+wapkiz+mobi/-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
আমিঃআপু আপনি ।জি বলেন কি বলবেন ?
সাথি আপুঃকাল ভার্সিটিতে এসে কেন্টিনে বসে থাকবি ।
আমিঃজি ঠিক আছে
সাথি আপু হচ্ছে সিনিয়ার গুন্ডি আপুগুলোর মধ্যে একজন ।
সকালবেলা ভার্সিটি গেলাম ।
এখন আর ভয় লাগেনা ।
বড় আপুদের সাপোর্ট আছে ত তাই ।
ভার্সিটিতে ঢুকতে যাব আর ঠিক তখনি একটা গাড়ি এসে ধাক্কা দিল ।
আমি মাটিতে পড়ে গেলাম ।
গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো আর আমাকে
মেয়েটাঃঠাসসসস ।কুত্তা দেখে চলতে পারিস না ।
একে ত নিজে দোষ করলো উল্টা আমাকে মারে ।
আমিঃঠাসসসস ।কুত্তি তুই দেখে গাড়ি চালতে পারিস না ।
মেয়েটাঃতুই আমাকে মারলি আর গালি দিলি ?
মেয়েটা কাকে যেন ডাক দিল ।
কয়েকজন এলো আর
চলবে????
Collected from facebook
#লেখক:রিফাত
.jpg)
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।