[Love Story] একটি বৃষ্টিভেজা রাত (পর্ব ১)
লেখক: SMsudipBD About 2020s ago |
Neer Nilavro
রাত দশটা।
বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে।কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে বারবার।দরজা খুলে দেখি একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে! আমি একটা বড়সড় হোচট খেলাম।এমন ঝড় বৃষ্টির রাতে এত সুন্দর একটা মেয়ে কোথ থেকে এসে হাজির হলো!
মেয়েটি আমাকে ঠেলে সরিয়ে দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি শুধু।মেয়েটি ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল।নিশ্চয় ই অনেক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছিল।আমি দরজা লাগিয়ে দিয়ে মেয়েটিকে বললাম, আপনি কে? কোথ থেকে আসলেন?
- পরে বলবো। আগে একটা তোয়ালে দিন।আমার ভীষণ ঠাণ্ডা লাগছে।আর আপনার বাসার মেয়ে লোকদের ডাকুন প্লিজ।
- বাসায় কোনো মেয়েলোক নেই।ইভেন আমি ছাড়া আর কেউই নেই এ বাড়িতে।
একথা শুনে মেয়েটি একটু চমকে উঠল। খানিক টা ভয় ফুটে উঠল চেহারায়।আমি বললাম, ভয়ের কিছু নেই।আপনি দাঁড়ান আমি তোয়ালে এনে দিচ্ছি।
এরপর ছুটে গিয়ে একটা তোয়ালে এনে দিলাম। বললাম,বাসার সবাই মিলি আপুর বিয়েতে গেছে।আগামী পরশু আসবে।আমিও কালকে বিয়ে বাড়িতে চলে যাবো।তবে আপনি ভয় পাবেন না।জামা কাপড় বদলে আসুন।
আমার ছোট বোন নিঝুমের একটা কামিজ ও পায়জামা এনে দিলাম ওকে।মেয়েটি পাশের রুমে গিয়ে ভেজা জামা কাপড় বদলে আসলো।আমার রুমে এসে চুল মুছতে মুছতে বলল,থ্যাংকস।
- ঠিক আছে।এবার তো বলুন কোথা থেকে এত রাতে?
- আমি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ আমাদের বাসটা ব্রেকফেল করেছে।ওটা ঠিক করতে সময় লাগছিল সেই সময়ে এমন ঝড় বৃষ্টি।লোকজন ছুটাছুটি করে এদিক সেদিক চলে গেছে।আমি ছুটে এসে একটা দোকানের বারান্দায় আশ্রয় নিয়েছিলাম। কিন্তু দু তিনটা লোক সেখানে এসে আমাকে...
বলতে বলতে মেয়েটি একবার ঢোক গিলল।তারপর বলল,ওরা আমাকে বিরক্ত করছিল।খারাপ লোক বুঝতে পেরে সবকিছু ফেলে ছুটতে আরম্ভ করি।কিন্তু কোথাও কোনো বাড়ি চোখে পড়ছিল না।একদম ফাকা রাস্তায় আটকে ছিলাম আমরা।তারপর ছুটতে ছুটতে এই বাড়িটাই প্রথম চোখে পড়লো।
আমি বললাম, ভালো করেছেন।কিন্তু এ বাড়িতে তো আর কেউ নেই।আমি একা একটা ছেলে।আপনার আমাকে ভয় করছে না?
মেয়েটি আমার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল,না।আপনার চোখে ভালোমানুষি ছাপ আছে।আর আপনাকে মোটেও আমার খারাপ লোক মনে হচ্ছে না।
মেয়েটির কথা শুনে আমি হাসলাম।খুবই সহজ সরল একটা মেয়ে।কিন্তু দেখতে ভারী মিষ্টি।ওর বৃষ্টিভেজা চেহারা টা এখনো চোখের সামনে ভাসছে।মুখটা অসম্ভব মায়াবী দেখাচ্ছিল,ভেজা চুলে একটা স্নিগ্ধ ভাব এসে গেছিল চেহারায়।আর ঠোট দুটো ভিজে এতটাই মোহময়ী হয়ে উঠেছিল যে,এক মুহুর্তের জন্য হলেও মনে রোমান্টিক ভাবনার উদয় হয়েছিল।ইচ্ছে করছিল হাত দিয়ে একবার ওই ঠোট দুটো ছুঁয়ে দিই।
মেয়েটির কথা শুনে চমকে উঠলাম। ও বলল,আপনাকে কি বিরক্ত করলাম?
- আরে না।বিপদে মানুষ ই তো মানুষের পাশে দাঁড়াবে,তাইনা?
- হুম।আপনি খুবই ভালো মানুষ।
কথাটা বলেই মেয়েটি আমার দিকে তাকিয়ে রইলো। আমি আবারো হাসলাম।চোখাচোখি হতেই বুকের ভিতর টা ধুকপুক করে উঠল।অনেক স্নিগ্ধ দেখাচ্ছে ওকে!
ও বলল,আমি দুঃখিত।
- আরে এতে দুঃখিত হওয়ার কিছু নেই।আমি ভাবছি আপনাকে কি খেতে দেই? আমিতো হোটেলে খেয়ে এসেছি। বাসায় কোনো খাবার নেই।
- থাক,লাগবে না।আশ্রয় পেয়েছি এটাই অনেক।
এরপর মেয়েটা চুপচাপ আমার বিছানায় বসে রইলো। আমি কি করবো বুঝতে পারলাম না।ওকে একা রেখে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো? কিন্তু আমার তো ইচ্ছে করছে এখানেই সারারাত বসে ওকে দেখি।এমন সুন্দরী একটা মেয়ে নিজের ঘরে এসে দাঁড়ালে কি আর ঘর ছাড়তে ইচ্ছে হয়?
ও বলল,আপনি গিয়ে ঘুমাতে পারেন।আপনার কষ্ট হচ্ছে।
- একদম না।আমার বেশ ভালো লাগছে।
- ভালো লাগছে কেন?
- জানিনা।
বলেই হাসলাম।হাসির অর্থ মেয়েটি হয়ত বুঝতে পেরেছে।সে ও মাথা নিচু করে হাসল।আমার হঠাৎ মনে পড়লো, পাশের রুমে বিস্কুট আছে হয়ত।
ছুটে গিয়ে দেখি কয়েক টা বিস্কুট আছে।বিস্কুট কটা ও এক গ্লাস পানি এনে ওকে খেতে বললাম।ও দ্রুত সেগুলো খেয়ে বলল,থ্যাংকস।অনেক উপকার করলেন। বড্ড খিদে পেয়েছিল।
- ইটস ওকে।আপনি কি ঘুমাবেন?
- হ্যা।একটু চেষ্টা করি ঘুমানোর।খুব ঠাণ্ডা লেগেছিল তো।
আমি মাথা ঝাঁকিয়ে বললাম, ওকে।আপনি তাহলে ঘুমান।আমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছি।
[IMG]https://smsudipbd.wapkiz.mobi/download/dl4/91f78bd56da5f647a579ceb11ef4f1d1/smsudipbd+wapkiz+mobi/-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
.
মেয়েটিকে ও রুমে রেখে অন্য রুমে এসে শুয়ে পড়লাম।বিদ্যুৎ চলে গেছে,সৌরবিদ্যুতের আলো জ্বলছিল।এ ঘরে লাইট জ্বালাই নি।এমন বৃষ্টির রাতে অন্ধকারে শুয়ে থাকতেই বেশ লাগে।কিন্তু পাশের রুমে অমন সুন্দরী একটা মেয়েকে রেখে এ রুমে কিভাবে আরামে ঘুমাই? এমনি তেই ওকে দেখার পর আমার হার্টবিট বেড়ে গেছে।তারউপর মেয়েটা অনেক ফ্রেন্ডলি।হাজার চাইলেও এ রাতে আর ঘুম আসবে না।
চুপচাপ শুয়ে শুয়ে অনেক কিছু ভাবছি।বারবার মেয়েটির ভেজা চুল আর স্নিগ্ধ মুখের দৃশ্য চোখে ভেসে উঠছে! কিছুতেই স্থির থাকতে পারছি না।চরম অস্থিরতা কাজ করছে।এভাবে কতক্ষণ চুপচাপ শুয়ে থাকা যায়?
এমন সময় মেয়েটির গলা শুনতে পেলাম।ও এ ঘরের দরজায় এসে দাড়িয়েছে।বলল,আপনি কি ঘুমাচ্ছেন?
- না।ঘুমাই নি এখনো। আসুন।
মেয়েটি ঠায় দাঁড়িয়ে রইলো। বলল,আমার না একদম ই ঘুম আসছিল না।তাই আপনাকে বিরক্ত করতে আসলাম।
- বারবার বলছেন বিরক্ত করার কথা।আমি মোটেও বিরক্ত হচ্ছিনা।এমন সুন্দর একটা রাতে আপনার মত কাউকে..
কথাটা এ পর্যন্ত বলে থমকে গেলাম।খুব লজ্জা লাগলো আমার।মেয়েটি চুপ করে দাঁড়িয়ে আছে।আমি বললাম, ভিতরে আসুন।
- অন্ধকার যে..
- এ ঘরের লাইট টা নষ্ট।আমার মোবাইল টাও ওই ঘরে।চলুন ওই ঘরে গিয়ে বসি।
- না।এ ঘরেই বসে গল্প করবো। আমার অন্ধকারে বসে গল্প করতে খুব ভালো লাগে।
মেয়েটি হাতরে হাতরে রুমে ঢুকল।তারপর বিছানার দিকে এগোতে লাগলো। আমি কথা বলে যাচ্ছি আর ও আইডিয়া করে করে এগোচ্ছে।বিছানার কাছে আসতেই আমি অকস্মাৎ ওর হাত ধরে ফেললাম। হাত ধরে বললাম, এইতো এখানে আমি।আসুন,বিছানা এদিকে।
তারপর নিজের খেয়াল হলো।একি! আমি ওর হাত ধরে ফেলেছি অন্ধকারে! মেয়েদের হাত এত নরম হয় এটা আমার জানা ছিল না।এর আগে কখনো কোনো মেয়ের হাত ধরার সুযোগ পাইনি।আজই প্রথম! কিন্তু এত সফট আর মসৃণ কারো হাত হতে পারে,এটা না ধরলে বুঝতাম না।
মেয়েটি আমার একদম কাছে এসে বসলো। তারপর আস্তে করে হাতটা ছাড়িয়ে নিতেই আমি বললাম, সরি।
মেয়েটি কিছু বলল না।চুপ করেই বসে রইলো। আমার এই রাত টাকে স্বপ্নের মত মনে হচ্ছে।আমার বিছানায় পাশে একটি অপূর্ব মেয়ে বসা,পুরো ঘরে অন্ধকার,বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে,মেয়েটি আমার একদম কাছে বসে আছে! ভাবতেই আমার হার্টবিট বেড়ে গেলো!
চলবে....
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।