[poem] বিভাগঃ- "গদ্যকবিতা" শিরোনামঃ- "লিখতেই হ'বে কান্না" smsudipbd
লেখক: SMsudipBD About 2020s ago |
লিখতেই হ'বে কান্না
এমন কোনো বাধ্যবাধকতা নেই।
পায়চারির পর ছাদ থেকে রোদে মেলা তোমার
কাপড়চোপড় আনতেই পারি, তারপর সেগুলোকে
সাজিয়ে-গুছিয়ে রাখতেই পারি যথাস্থানে।
লিখতেই হ'বে কান্না
এমন কোনো বাধ্যবাধকতা নেই।
দু'একটিবার নিজের হাতে চা ক'রে বাড়ির সবাইকে
নিয়ে মিলেমিশে খেতেই পারি, যা এতোদিন
সময়াভাবে সম্ভবপর হ'য়ে ওঠেনি, যদিও
বিষয়টিতে আছে সম্মান জড়িয়ে।
লিখতেই হ'বে কান্না
এমন কোনো বাধ্যবাধকতা নেই।
সবজিওয়ালা হাঁক দিলে বাড়ির বাইরে না গিয়ে
মাস্ক পড়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তোমার
পছন্দসই সবজি কিনতেই পারি, তারপরে না হয়
হাতে-হাতে কেটে-কুটে সাজিয়ে দিলেম যত্ন ক'রে,
তুমি সবার জন্যে রাঁধবে ব'লে সাহায্যের হাত তো
বাড়িয়ে দিতেই পারি।
লিখতেই হ'বে কান্না
এমন কোনো বাধ্যবাধকতা নেই।
লক ডাউনে গৃহবন্দি, নিজে বাঁচতে ও অপরকে
বাঁচাতে সারাক্ষণ বাড়ির অন্দরমহলে, যদিও বিগত
দিনে এমনটি অভ্যাসে নেই, তা'হলে যাচ্ছি কি চেনা
লোকজন, রাস্তাঘাট, অলিগলি ভুলে? তাই ব'লে
উজবুকের মতো আইন অমান্য ক'রে বাইরে
বেরিয়ে যাব ভিড় জমাতে?
লিখতেই হ'বে কান্না
এমন কোনো বাধ্যবাধকতা নেই।
মানুষের মতো এমন ভয়ঙ্কর ভাইরাস আর ক'টা আছে, ছিল কবে? আজ অবধি হ'য়েছে কোনো প্রতিষেধক আবিষ্কার, কতিপয় মানুষের এমন সহজাত রোগ সারাবার?
লিখতেই হ'বে কান্না
বাধ্যতামূলক, এমন মানুষজনের জন্যে।
[IMG]https://smsudipbd.wapkiz.mobi/download/dl4/9caa485144137d8a3072ed25be9a9f3f/smsudipbd+wapkiz+mobi/-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
লেখকঃ- পরেশ চন্দ্র সরকার,
তাং- ১৮-০৪-২০২০ ইং
.jpg)
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।