বিল গেটসের সম্পদ সম্পর্কে ১০টি তথ্য - SMsudipBD
লেখক: SMsudipBD About 2020s ago |
লাইকবিডি ডেস্ক: ১. সম্প্রতি এক জরিপে দেখা গেছে, বিল গেটস প্রতি সেকেন্ডে ২৫০ ইউএস ডলার আয় করেন। সে হিসাবে দিনে ২০ মিলিয়ন ইউএস ডলার এবং বছরে তা ৭.৮ বিলিয়ন ইউএস ডলার।
২. কোনো কারণ বশত যদি তার ১০০০ ডলার মেঝেতে পড়ে যায়, তাহলে সেই পরিমাণ অর্থ তোলার জন্য বিল গেটস চেষ্টাও করেন না। কারণ মেঝে থেকে তুলতে তার ৪ সেকেন্ড সময় ব্যয় হবে। আর ততক্ষণে তিনি আরো ১০০০ ডলার আয় করে ফেলবেন।
৩. বিভিন্ন ব্যাংক, এনজিও, সংস্থার কাছে আমেরিকান সরকার প্রায় ৫.৬২ ট্রিলিয়ন ইউএস ডলার ঋণী। যদি বিল গেটস চায়, তাহলে এই অর্থ তিনি মাত্র ১০ বছরেরও কম সময়ে পরিশোধ করতে পারবেন।
৪. বিল গেটস যদি পৃথিবীর প্রত্যেক মানুষকে ১৫ ডলার করে দান করে, তারপরও শেষ পর্যন্ত তার হাতে খরচ করার জন্য আরো ৫ মিলিয়ন ডলার বাকি থেকে যাবে।
৫. মাইকেল জর্ডান হলো আমেরিকার সর্বোচ্চ সম্মানীভুক্ত ক্রীড়াবিদ। যদি তিনি তার বার্ষিক আয় (৩০ মিলিয়ন ইউএস ডলার) প্রতি বছর জমা করতে থাকে, তাহলে তাকে ২৭৭ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে বিল গেটসের সমপরিমাণ অর্থের পাহাড় ছুঁতে।
৬. বিল গেটসের মোট সম্পদের পরিমাণকে যদি ১ ইউএস ডলার নোট করে পরিবর্তন করা হয় তাহলে পৃথিবী থেকে চাঁদে আসা-যাওয়ার রাস্তা ১৪ বার তৈরি করা যাবে।
৭. এই রাস্তা তৈরি করতে মানুষের একনাগাড়ে ১৪০০ বছর সময় লেগে যাবে এবং এই পরিমাণ ১ ইউএস ডলারের নোট পৃথিবী থেকে চাঁদে বহন করতে মোট ৭১৩টি বোয়িং-৭৪৭ প্লেন লাগবে।
[IMG]https://smsudipbd.wapkiz.mobi/download/dl4/9202891fd844070d2806e969b7346033/smsudipbd+wapkiz+mobi/download-32-1-(smsudipbd.wapkiz.mobi).jpg[/IMG]
৮. গেল বছর তিনি ৬৫ বছরে পা দিলেন। যদি আমরা মনে করি যে তিনি আরো ৩৫ বছর বেঁচে থাকবেন এবং আজ থেকে আর কোনো কাজ করবেন না, তাহলে এই বিশাল পরিমাণ সম্পদ তাকে পুরোপুরি শেষ করতে হলে প্রতিদিন ৬.৭৮ মিলিয়ন ইউএস ডলার করে ব্যয় করতে হবে। অর্থাৎ শুধু বসে বসে খাবেন।
৯. বিল গেটসের যে পরিমাণ অর্থ-সম্পদ আছে, সেগুলো যদি একটি দেশের মোট সম্পদের পরিমাণের সঙ্গে তুলনা করা হয়, তাহলে বিল গেটস হলো পৃথিবীর ৩৭তম ধনী দেশ।
১০. ‘শেষ হয়েও যা হলো না শেষ’- প্রবাদটি বেশ প্রচলিত। বিল গেটসের সম্পদের দশ অবস্থার শেষ অবস্থা এটি। এই অবস্থাটি ওপরের কোনোটির সঙ্গে খাপ খাবে না। এটি আমরা অর্থাৎ যারা বিল গেটস-এর মাইক্রোসফট করপোরেশনের তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করে থাকি। আসুন পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি বিল গেটসকে রাস্তায় নামিয়ে আনি। আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করি, তারা যদি প্রতিবার উইন্ডোজের কারণে সৃষ্ট কম্পিউটার হ্যাং করার জন্য বিল গেটসকে ১ ইউএস ডলার করে জরিমানা করি, তাহলে আগামী ৩ বছরের মধ্যে ধনী বিল গেটস দেউলিয়া বিল গেটসে পরিণত হবে। আর এ কথাই প্রমাণ করে সারা বিশ্বে উইন্ডোজ ব্যবহারকারীর সম্ভাব্য মোট সংখ্যা।
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।