ধৈর্য্য নিয়ে উক্তি by smsudipbd
লেখক: SMsudipBD About 2020s ago |
ধৈর্য্য নিয়ে উক্তি : প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ধৈর্য্য নিয়ে কিছু উক্তি । যা আপনাদের কাছে অনেক ভালো লাগবে । এগুলো মূলত অনেক জনপ্রিয় উক্তি । এগুলো আমি বিভিন্ন সাইট থেকে কালেকশান করে লিখেছি । যদি কোন ভুল দেখতে পান, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ।
“ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু”
– আল হাদিস
“অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়”
– স্যামুয়েল জনসন
“আমার মনেহয়, বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টি কর্তার ওপর তোমার বিশ্বাস থাকবে, তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। “
– জয়েস মেয়ার
সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য্ধারণ করা।
– ইমাম ইবনে তাইমিয়া
আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য-ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও।
– [আল-বাক্বারাহ ১৫৫]
“ধৈর্য, অধ্যাবসায় আর পরিশ্রম, এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না”
– নেপোলিয়ন হিল
যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেয়া হয়, আমি ৫৫ মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি ৫ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি
– অ্যালবার্ট আইনস্টাইন
“ধৈর্য ধারণ করো। সহজ হওয়ার আগে সবকিছুই কঠিন মনে হয়”
– শেখ সাদী (রহ:)
“ধৈর্য আর পরিশ্রম জাদুর মত। এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। “
– জন কুইনসে এ্যাডামস
“অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো; ভোর আসছে…“
– জালালউদ্দিন রুমী
ধৈর্য নিয়ে আরো অনেক কিছু লিখা যায় । যুগে যুগে বহু কবি সাহিত্যিক গন ধৈর্য নিয়ে অনেক সুন্দর সুন্দর উক্তি করে গেছেন । তাদের জীবনও ছিলো ধৈর্যের অনন্য প্রতীক । ধৈর্য অনেক বড় একটি গুন, যার মাধ্যমে মানুষ সফলতা পায় । আমাদের সবার উচিৎ দুঃখে কষ্টে ধৈর্য ধরা । তাহলে আমরাও সফল হতে পারবো ।
.jpg)
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 2 টি আছে।
Need Login or Sing Up