তুমি নামের সেই মানুষটি
লেখক: admin About 2019s ago |
@তুমি নামের সেই মানুষটি@
আজ বিয়ের দুটি বছর পূর্ন হল।মা বাবার পছন্দেই বিয়ে হয়েছে সিক্তার।
অনেক বড় ঘড়ে বিয়ে হয়েছে।ছেলে অনেক বড় অঙ্কের চাকরি করে।সিক্তা আজও অভাব নামক শব্দ টিকে খুজে পায়নি।শাড়ি গহনা কোন কিছুরই যেন তার কমতি নেই।
দুই বছর পূর্বের কথা।শিমুল নামের ছেলের সাথে তার বন্ধুত্ব টা ভালই ছিল।বন্ধুত্বতা ধীরে ধীরে প্রেমের দিকে গরালেও বিয়ে নামক ঘূর্নিঝরে সবই যেন হারাতে হয়েছে শিমুল কে।
আজ সিক্তার দুটি মেয়ে ও একটি ছেলে হয়েছে।এত বছর ধরে একটি দীর্ঘশ্বাসই যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে।
রোজ মোবাইলের কন্টাক লিস্টের নাম্বার টা বের করে দিব দিব করে আর যেন কল দেওয়া হয়না।দুচোখের ঝরনার ধারা আজ যেন সর্বশান্ত করে দিয়েছে সকল রঙ্গিন পরিচয়।
গরীবের ভালোবাসা গুলো যেন এভাবেই এক রাশ ঝাপসা ধোয়ায় মিশে যায়।
লেখকঃ সে দিন যদি সিক্তা চুপ করে না থাকত।শিমুল কে যদি মেনে নিত।হয়ত দামি শাড়ি আর গয়না দিতে নাই পারত দূর্বা ঘাসের নূপুর পরিয়ে দিয়ে বুকের মাঝখানে জরিয়ে নিত।সন্ধে হলেই হয়ত বড় লোক বরের মত নাই বলত গুড নাইট কিন্তু একটি গোলাপ হাতে তুলে দিয়ে ঠিকই বলত বউ ভালবাসি তোমায়.!
তবে আজ শিমুলের মত হাজারও মানুষ কে বিষাক্ত ধোয়া স্পর্শই করতে পারতনা
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 5 টি আছে।
Need Login or Sing Up
smsudipbd 27 Feb 2019 i miss you sikta. REPLY |
modhusodon 27 Feb 2019 @তুমি নামের সেই মানুষটি@ REPLY |
modhusodon 27 Feb 2019 @তুমি নামের সেই মানুষটি@ REPLY |
Previous comments | Next comments |