অবশেষে, মায়াবতীর বিয়ে হয়েই গেল | without love marriage
লেখক: admin About 2020s ago |
Without Love marriage অবশেষে, মায়াবতীর বিয়ে হয়েই গেল ! অবশ্য তাতে আমার কিছু আসে-যায় না। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ’টা সেরে ফেললো সে…অনেক দিন থেকেই টিউশনির কিছু টাকা তার জন্য রেখে দেই । সেটা দিয়েই একটা নীল শাড়ি কিনলাম আরো কিছু দিন গেলে হয়-তো আরো অল্প টাকা জমতো। সব মিলিয়ে এর চেয়ে খানিক’টা ভালো একটা শাড়ি পেতাম… এটাও খারাপ নাহ ! নীল তার প্রিয় রঙ, তার প্রিয় বলেই হয়-তো আমারও প্রিয় ! নীল ড্রেসে তাকে বেশ মানাতো… আমার ভাষায় যাকে বলে, ডানা কাটা পরী !! আচ্ছা, নীল শাড়িতে তাকে কেমন দেখাবে? মায়াবতী কি আমার দেওয়া শাড়ি পরবে?? সে বুদ্ধি আমি আগেই করে রেখেছিলাম, যার মাধ্যমে শাড়ি’টি পাঠালাম- তাকে বলে দিয়েছি…
আমার কথা না বলতে ! অদ্ভুদ খেলা তার সাথে, পাগলামী-পাগলামী.. .. মায়াবতী’কে প্রথম কবে দেখেছিলাম, ভুলে গেছি… তবে শেষ দিনের কথা স্পষ্ট মনে আছে। সেদিন সে নীল-সাদার মাঝে একটা ড্রেস পরেছিলো ; প্রচন্ড ঝগড়ার মাঝে তার কান ভিজে গিয়েছিলো … .. ঘামের বিন্দু বিন্দু ফুটা তার সাদা উড়না শুকিয়ে নিলো ! ঐ ক্ষণের পর সে শান্ত হয়েছিলো কিনা জানি নাহ, তবে আমি জনমের জন্য শান্ত হয়ে গিয়েছি। আজও সেই শান্ত’ই আছি….. মায়াবতীর বাসরের কথা ভাবছি, একদিন গভীর রাতে মেয়েটা অতি আবেগে বলে উঠলো- তোমাকে ছাড়া আমার বাসরে আমি কাউ’কে কল্পনাই করি না। সব প্রেমিকা বোধ-হয় এ রকম কথা বলে। কি জানি? কি করে আজ আমার বদলে যাওয়া মায়াবতী অচেনা এক দানবের সাথে বাসর করবে?? Without Love marriage তার কি আমার কথা মনে পড়বে না??? আচ্ছা, বিয়ের দিনে তার অনেক ক্ষণ কান্নার ভিতর একটা ফুটো অশ্রু যদি আমার জন্য হয়? তবে কেমন হবে?? সে-তো সুখী হবে। হওয়ার’ই কথা .. .. .. সু-দর্শন, শিক্ষিত, বড় লোক স্বামী। কয় জনের ভাগ্যে জুটে? শুনেছি, তার বাসর ঘর’টাও নাকি নীল ফুল দিয়ে সাজানো হয়েছিলো ! এ টুকুই… আর তেমন কিছু জানতে চাই নি। কি লাভ আর? আসলেই আমার জীবন’টা নীলে-নীলে ভরপুর….. এ মুহুর্তে মনে হচ্ছে, আমার জীবনের সব নীল কষ্টে পরিণত হয়েছে ! যাকে বন্ধু অর্ণিবানের উদাস মনের সহজ ভাষায় বলেঃ … ..”নীল-নীল কষ্ট Without Love marriage
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !