বৃষ্টির অভিমান
লেখক: modhusodon About 2020s ago |
অনিক আহমেদ সুমন
বৃষ্টি আমার সাথে আজ করেছে অভিমান
কতদিন হলো বৃষ্টি ধারায় করিনি সুখস্নান
বৃষ্টিজল ঝরেছে সবকিছু ছুয়েছে
জাগিয়েছে প্রকৃতিতে প্রাণ
তবু আমি ভিজিনি বৃষ্টি ছুয়ে দেখিনি
গাইনি বৃষ্টিজলের গান
বৃষ্টি নামে অচীন গ্রামে আকাশও কালো হয়
তবু আমার বৃষ্টি দেখার এখনও হলোনা সময়
একটু খানি বৃষ্টি পানি ছুয়ে দেখার জন্য
করেছি আমি কত পাগলামি পেরিয়েছি কত অরণ্য
অথচ আজ বৃষ্টি সুরে যাচ্ছি দূরে বহু দূরে
খুজে পাচ্ছিনা টান
তাই বৃষ্টিজলের দুচোখ জুড়ে
ঝাপসাটে অভিমান।।।
Tag: othersdiscusionlife storyall poemsharelove storylife storywapkiz codetutorial tag codetutorial tag code
পোস্টটি কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না !
মন্তব্য 0 টি আছে।
Need Login or Sing Up
কোন মন্তব্য নেই।